প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ভালোবাসলে অসীম শূন্য হতে হয়
জীবনের জলসাঘরে শ্যাম্পেইনের মতো
ভেতটা উগরে দিয়ে নিঃস্ব হতে হয়।
সবটুকু বুদবুদ লুটিয়ে দিয়ে হাওয়ায় মেলাতে হয়।
ভালোবাসলে শব হতে হয়
অপেক্ষার কফিনে শেষ পেরেক ঠুকে
চিতার উদ্দাম আগুনে নিজেকে তুলে দিতে হয়।
রোজ পুড়ে যেতে হয়, পুড়ে পুড়ে ছাই হতে হয়।
ভালোবাসলে নিঃশব্দ প্রস্তর হতে হয়
সাহারার তপ্ততা বুকে নিয়ে
খাখা বিরানভূমি করে দিতে হয় অভ্যন্তরের নগর।
শত পদাঘাতের চিহ্ন এঁকে ধূলিমাখা পথ হতে হয়।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..