নিজের মতো, সরবত

বন্ধু সুন্দর পাল
কবিতা
নিজের মতো, সরবত

শারদীয়া

অস্পৃশ্য ঘামের বয়স ছুঁয়ে হাতড়ে বেড়াই পারমানবিক স্নেহ
মাথার তাকে খুস্কির প্রসব যন্ত্রণায় আরাম পায় ছোঁয়াচে চিৎকার
আমি শরীর বেয়ে হাঁটতে থাকি খাদের কিনারে
আমার বুলেটপ্রুফ মন
যখন সাড়া দিতে দিতে হাঁপিয়ে যাবে আত্মীয় যৌন ঋণে
তুমি তখন রজনীগন্ধার গন্ধ বুকে চেপে ধরে বলো ‘ঘৃণা করি ‘
পায়ের চেটো খুলে বুকে বর্ডার দিয়ে প্রতিবেশী পিঠের উপর উবু হয়ে বসে তোমার খোলাচুল গাডার দিয়ে বেঁধে দিই !
তখন তুমি আইসক্রিমের মতো গলতে থাকো ছোটগল্পে
তোমার ঠোঁটের হেঁসেলে নুনের কৌটো একা আলগা থাকে
বিষফোঁড়া ফাটলে যেমন শব্দ হয় বাতাসে
একটা জীবানুর জীবিকা ক্ষত সারালে কর্মহীন হয় হতাশে
যে চাঁদখোড় পাখিটা গীর্জার ঘন্টা শুনে খড়কুটো জোগার করে
কাদামাটি লেপে তোমাকে শারদীয়া বানায় দেহের আড়ালে
তুমি কি শহর ছেড়ে শরীর বদলে নেবে তার ঘরে !

 

নিজের মতো

ছিঁড়ে যাক ফাঁকতালে ।প্রিয় বান্ধবীর মতো চিরুনি
দাগ কেটে রেখে ব্যথা গুলো হয়ে ওঠে রাতের বিনুনি।

খোঁজ শেষ হয় ।খোলামকুচির সাজানো খেলনাবাটি
রোজগার করে এসে মনে পড়ে আমাদের ভাড়া বাড়ি।

দরদামে ফেরি করি মন।জানলায় দুলে ওঠে পর্দার কোণ
বিষম খাই ঘুমের ঘোরে ।পাশে শুয়ে আছে অন্য একজন।

গামছা নিঙড়ে শরীর সারাই।উইপোকার খাদ্য কবিতার বই
তোমার ছাপাশাড়ির গায়ে অনেক অক্ষর।তবু ধরতে পারি কই!

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি আলু পরোটা আর ঘুগনির মতো
কেউ কাউকে হয়তো বোঝে।কিন্তু পুরোটা হয়না নিজের মতো।

ফুলদানির উপর ফুলের লাশ না থাকলে শোভা পায় না
তুমি যতই নদী হও ।আমি ভাঙন না হলে কূল পাবে না।

 

সরবত

হোঁচট খাই লাশের থালায়
সরু তারে শুকনো হয় পাপ
তুমি ক্লিপে আটকে রাখো কান্না
পাহাড় ঢাকে তোমার পায়ের ছাপ।

তোমাকে পড়া হয়নি আজও
শুধু ভর্তি করি বই-এর তাক
কোথাও কেউ নিহত হবে বলে
তোমার নূপুর হয় নিম্নচাপ।

ভিজে তোয়ালের মতো তাকানো
তারপর তিনতলা থেকে ঝাঁপ
তার সুইসাইড নোটে লেখা আছে
‘মৃত্যুর দাম অনেক বেশি তাই’

ফিনকি দিয়ে সুখ লুটিয়ে পড়ে
জমা করে ক্ষমা দোকানদার
আমি বুকপকেটে বীজ পুঁতি
বিরহ হোকনা আজ সওদাগর।

পাতিলেবুর পাশবিক অত্যাচারে
যে জল সরবত হয়ে যায় আদরে
শুধু ঘৃণাটুকু ছেঁকে নিই ফিল্টারে
ভালোবাসা ভরে রাখি বাসি ফ্রিজে।

বন্ধু সুন্দর পাল। লেখক। জন্ম ১৯৯০ সালে, পশ্চিমবঙ্গের হুগলিতে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সাহিত্যে স্নাতকোত্তর।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..