নিনা ফেয়ার কবিতা

নিনা ফিয়া
কবিতা
Bengali
নিনা ফেয়ার কবিতা

নিভৃতে নারী

মাগো !
কান খুললেই পাপী আমি ,
আমি খেঁদি, ভাতারখাঁগী
প্যাঁচামুখী-ছোট জাতি ,
বেজম্মা এক হারামজাদি।
চক্ষু খুলে তাকাই আবার ,
নিঝুম জলে চেয়ে দেখি …
সুদর্শনা … নিখুঁত আমি ।
বন্ধ চোখে তাকাই যেবার ,
ভালবাসার নেই হাহাকার ।
বন্ধু বলে জাপটে ধরে …
থাইয়ের উপর আঁচড় মারে ।
নরম গলায় , পরম সুরে
কানের কাছে ফিসফিসিয়ে ,
কামড়ে ধরে কানের লতি ।
এ কি জীবন ?
এ কী জীবন !
চাইনা এ মন
ধ্বংস করো …
মাগো ! আমায় তুমি বরণ করো ।

 

শুষ্ক জীবন

যতবার মায়ের ব্যক্তিগত ড্রয়ারে হাত দিয়েছি !
ততবার উঠে এসেছে স্নো , চিরুনী , সেপটিপিন …
যতবার আমার ব্যক্তিগত পার্সে হাত দিয়েছি !
ততোবার উঠে এসেছে আইব্রু , লিপিস্টিক , ব্রুজ …
যতবার আমার মেয়ে তার ব্যক্তিগত সেলফ এ হাত রাখবে !
আর কিছু না হলেও থাকবে হয়তো ওড়না আটকে রাখার একটি সুঁজ ।
হয়তো অনাদিকাল সবুজ বাতি জ্বলবে সেপটিপিন কারখানার উন্নয়নে,
হয়তো পরিত্রাণকর্তার জন্মদিন আসবে না , সভ্যতার দ্বৈববাণী ভাসবেনা এখানে ।
হয়তো …
হয়তো আমিও ক্ষয় হয়ে যাবো , সেপটিপিনে ঝুলতে ঝুলতে …
অথবা বিদ্ধ হওয়া সেপটিপিন বেয়ে গড়িয়ে পরা রক্ত ফোঁটা লিখবে জেগে ওঠার গান ।
হয়তো আমার মেয়েই হবে অস্ত্র …
অথবা … !
অথবা উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তুপ ভেদ করে বেরিয়ে আসবে ওর কলম ;
ধারাল কালির মহাপ্রলয় ঘটিয়ে নিয়ে আসবে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশ প্রথম ।

 

মনুষ্যত্বের দাবি

পৌরুষ স্বরে খুঁজে পাই সত্যটি ,
ভাগাড়ের দাসী , বলদি ;
দৈনিকে চোখ পড়লেই ! হতভম্ব হয়ে যই ,
লিঙ্গ সামনে হাঁটতে দেয়না বলে , কাঁদি ।
পুঞ্জীভূত অগ্নি স্লোগান তোলে রক্তে ,
প্রশ্ন ও প্রশ্নের খাবি ,
আশ্চর্য ! মায়ের স্তন বোটা মুখে নিয়েই …
সন্তানের গৃহযুদ্ধের দাবি ?
সির্তে ‘ র ভাঙ্গা ক্লান্ত শরীর চোখে ভেসে ওঠে ,
আত্কে উঠি , মূর্ছা যাই ;
প্রেমিকের কাঁধ টেনে হঠাৎ বলে উঠি , চলো !
চোখ মুছে উঠে দাঁড়াই !

 

সংসারী

আমি মধ্যরাতে যখন লিঙ্গ যুক্ত কবিতায় অগ্নি সংযোগ করতে যাই !
তখনই , বাণিজ্য গলা উঁচিয়ে তেড়ে আসে এদিকে ,
মসলার জাহাজ ডেকে ওঠে , জাগো নগরী ……!
সেই মধ্যরাতে জেগে ওঠে আমার প্রেমিক পুরুষ ,
স্বামী হয়ে ওঠে শক্ত পেশীর মানুষটি ,কবিতাটি গরম নিশ্বাসে ধর্ষক হয় মুহুর্তে …
অতঃপর ওদের নিয়মে এগিয়ে যায় জাহাজের দিকে, পয়সা কুড়িয়ে যাপন গড়তে ।
দুপুরে ঘরে ফেরার আগেই ছত্রাক পরা পয়সায় দু’টো অন্ন জুটে যায় ,
খেয়ে কবিতা লিখতে বসে , একই নিয়মে চলছে দুই যুগ ,
সুযোগ হয়নি ভালোবেসে ভালোবাসা বানাতে ।
অগ্নি বয়ে নারী রূপে থাকি সংসারে ,
বীর্যপাতের অহংকারে অটল বিধাতা পুরুষ ;
নষ্ট কবিতা পড়ি , পোড়াতে পারিনা আমি , বড় সংসারী ।

 

দৃষ্টি

দৃষ্টি ! তুমি অসংযমী, উচ্ছৃঙ্খল হও ;
নাভি ভেদ করে পাকস্থলীতে পৌঁছে যাও …
পৌঁছে যাও নারীর স্তন ভেদ করে মনের মনিকোঠায় ;
প্রশস্ত হও তুমি ….
মুহূর্তেই মেপে দাও হাতুড়ি হাঙ্গরের উৎপাদন ভূমি ।
দৃষ্টি ! তুমি অনিয়ত , অদমিত , অশাসিত রও ;
আবিশ্ব ঘুরে ছুঁয়ে আসো মেরু …
ছুঁয়ে আসো আঁধার ভেদ করে ছায়াপথ , নক্ষত্ররাজি ;
তুমি অবাধ হও ….
অক্ষাংশ দ্রাঘিমাংশ ছেঁটে ছুঁটে তৃণমূল থেকে নগরী এক আঙ্গিনা বানাও ।
দৃষ্টি ! তুমি ধর্মের বেদীতলে সংযত, সংকীর্ণ হইওনা ;
যাতার পেষোণে চূর্ণ কোরোনা বৈভব !
দাঁড়াও ……..! দাঁড়াও ,
দুর্দমনীয় … উদ্দাম হও,
মায়ের কোলে সন্তান হত্যা থামাও ।

 

ঈশ্বর! তোমায় ক্ষমা করে দিলাম

এইমাত্র যে লাইনটি লিখে কাটাকুটি করে মুছে ফেললাম ;
সেখানে এক জোড়া হারিয়ে যাওয়া সোনার নূপুর ছিলো ,
সেখানে একটি শৃঙ্খলিত পায়ের শেকল ছিলো ।
আমার লুপ্ত হওয়া ডানার খোঁজ ছিলো , কিছু কড়া নালিশ ছিলো ।
তবু্ও মুছে ফেললাম ….
লম্বা ও উপযুক্ত প্রামাণ্যচিত্র যুক্ত ছিলো সেখানে ,
অসংখ্য আর্তনাদ ছিলো , একটি কাটা মুণ্ড ছিলো ,
রক্তের নহরে হল্লা করে ছুটে চলা ময়ূরপঙ্ক্ষী নৌকা ছিলো ,
মুষ্ঠিবদ্ধ হাত উঁচু করা মিছিল ছিলো , একটি ময়না ছটফট করছিলো মৃত্যুযন্ত্রণায় সেখানে ।
তবু মুছে ফেললাম ….
একটা দীর্ঘ কালো রাত্রির গল্প ছিলো , একজন ধর্ষিতার চিৎকার ছিলো ;
বাজার দখলকারী বেশ্যার ক্ষমতা লেখা ছিলো সেখানে ,
একটি যুবকের তর্জনী ছিলো , এলো মেলো কিছু ঘাস ছিলো , কিছু ফুল ছিলো ।
তবুও লাইনটি মুছে ফেললাম ….
আমার প্রতিটি মৃত্যুর কারন লেখা ছিলো সেখানে ,
বিবাদীর নাম লেখা ছিলো ঈশ্বর ।
তবু মুছে ফেললাম ….
তবু্ও মুছে ফেললাম ….
ঈশ্বর ! তোমায় ক্ষমা করে দিলাম ।

 

সুবাসিতা

যে পশু সাত পল্লা বস্ত্রের উপর দিয়ে মাংস খায় ,
সে মানুষ হোক ,
চলন্ত বাসে আমার স্তনে হাত রাখে যে পুরুষ ,
সে ভালো থাকুক ;
জনসম্মুখে যে আমায় বিবস্ত্র করে টেনে হেঁচড়ে খেতে চায় ,
সেও ভালো থাকুক ।
আড়ালে যে আমায় ভোগ করতে ইচ্ছুক ,
সেও বাঁধা পরুক আমারই মতো কোনো নারীর প্রেমে ।
বিয়ের পিঁড়িতে বসুক ওরা ,
সন্তান জন্ম হতে দেখে আবার জন্ম নিক ;
সুমতি হোক সুবাসিত নারী মাংসে ,
প্রত্যেকের ঘরে অন্তত একটি করে কন্যা সন্তান জন্ম নিক ,
এ আমার আশীর্বাদ ;
দিব্যি দিয়ে বলছি , এ আমার আশীর্বাদ।

 

আহূতি

দাঁতের চিপায় গুল দিয়ে তুমি হাসছো?
এক নারীর প্রেমে গলে পরে আছো তুমি ?
দ্যাখো , দ্যাখো !
সোনা ফলা উপত্যকা পুড়ে খাক হয়ে যায় ,
ঠায় দাঁড়িয়ে কিছু অগ্নিবাহক ;
আমি ছাই হয়ে উড়ছি …ধোঁয়ায় ।
দ্যাখো ধর্ম উড়ায় নিশান মানুষের গোশতে,
কিছু কুকুর পোড়া হাড় খায় ;
বৃদ্ধ ঈগল পায়ের ছাপে লেখে মানচিত্র
শান্ত মাছটিও প্রাণের মায়ায় খাবি খায় ।
কমরেড ! কমরেড ! চুপ কেনো ?
ভেসে যায় সব, দ্যাখো ! ভেসে যায় …

 

আঁচলে মুখ লুকিয়ে কেঁদো না

মা !
আঁচলে মুখ লুকিয়ে কেঁদো না ।
খুঁজছো আমার মতো তুমিও স্বাধীনতা, আমি জানি ।
তবু …, তবুও নিয়মের বেড়ি কেনো বাধ্য হয়ে মেয়ের পায়ে পরাতে চাও ?
কেনো দাসী বানাতে বানাতে অভ্যস্ত হয়ে পরেছো তুমি ?
ছেলেদের শিস মারা পথ এড়িয়ে হাঁটতে বলেছো ,
নোংরা কথা অ্যাভয়েড করতে কানে গুঁজে দিয়েছো তুলো ,
চোখে বেঁধে দিয়েছো কালো কাপড় ।
কেনো? কেনো মা ! কেনো আমাকেই শুধু ….! ! !
কেনো মেয়েদের রাগ করতে নেই ?
রাগ যদি খারাপ হবে , তবে তা ছেলে মেয়ে উভয়ের জন্যই খারাপ।
আর কতো পথ বদলাবো মা !
নোংরা কথা গুলো এতো ভারী যে তা কানে গুঁজে দেয়া তুলোয় বাঁধ মানেনা।
কালো কাপড়ে চোখ বাঁধা বলে বার বার ধাক্কা খেয়ে পরে যাচ্ছি , এখানে সেখানে…।
আর পারছি না মা ! ক্ষমা করো আমায় ।
খুলে ফেললাম চোখে বাঁধা কালো কাপড় , পায়ে পরানো নিয়মের বেড়ি।
“ছুটবো এবার , মানুষ হবো” ।
আর দাসত্ব নয় , আর থেকে থেকে মৃত্যু নয়
তোমাকে এনে দেবো মানুষের হাট , জনপদ।
অতঃপর আমার কন্যা ! পদাঘাতে চূর্ণ করে গড়বে নতুন পৃথিবী , হবে বিশ্ব মাতা।
অথবা ….! অথবা , মুক্তি নেবো অদৃশ্য স্বাধীনতায় ।
ইতি
— বৈভবি বৈরাগী।

 

শব্দ

শব্দ !
আমার ভাঙ্গা কলমের জরায়ুমুখ বেয়ে বেরিয়ে আসা অক্ষর ;
কখনো কথা হয় , কখনো কবিতা …
বেশিটাই প্রশ্ন হয়ে পরে ,
শস্তা সমালোচনায় বিকিয়ে দি তা ।
শব্দ !
আমার নৈসর্গিক ভালোবাসাকে বুকে জড়িয়ে ধরে করে আদর ;
কখনো ছুড়ে ফেলে , দ্যায় মাটিচাপা
অসহায় হয়ে যাই …
লিখি ভারী নিখুঁত নিষ্ঠুরতা ।
শব্দ !
এই বিবাগী বৈরাগীর ভাঙ্গাচোরা মনে উথলে ওঠা সপ্নের বাসর ;
ভালোবাসি খুব , জড়িয়ে ধরে বলি , আহা !
বাঁচি তাকে নিয়ে বুকের মাঝে …
ভুলি সব , পাইনি যা ।

নিনা ফিয়া (ছদ্মনাম)। কবি। ১৯৮৭ সালের শেষার্ধে বাংলাদেশের দক্ষিণ বাঙলার এক কৃষকের পরিবারে জন্ম। নিজেকে আড়ালে রেখে লেখেন তিনি।  দারিদ্রতা ও কুসংস্কার এর সাথে কুস্তি লড়ে, নীতিহীন সমাজ প্রধানদের নিপীড়ন দাঁতে দাঁত রেখে সহ্য করে, ধর্মান্ধতার সাথে লড়াই করে বেড়ে ওঠা...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ