দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
পাইন পাতা
. ছুঁচের ছেঁদা গলে
জুন তপন
দুর্গাটুনি
. কলাবতী ভাদরে
পিরিক নাচে
শাপলা ভেঙে
. জলপিপি গরমে
চুপটি ডুব
আলো আসে না
. বন-আলেয়া নীল
ফাগুন জানে
ফাঁকায় বট
. ঝুরি নামালো শীত
ঘুড়ি ভিজছে
মরুপুষ্প
. জ্যামিতি আঁকা দেহ
গরমি লোপ
উঁচু-নিচু ভূ
. জাফরানের বউ
পুষ্পমাসে
নিমেষে চোত
. আলের পথে নেমে
খরিশ ফণা
বনের গুহা
. দেয়ালে আঁকে পরী
কাশ-সময়
বিন্দু নীল
. ওড়া চিল-ডানায়
কুহক ঋতু
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..