আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
পাইন পাতা
. ছুঁচের ছেঁদা গলে
জুন তপন
দুর্গাটুনি
. কলাবতী ভাদরে
পিরিক নাচে
শাপলা ভেঙে
. জলপিপি গরমে
চুপটি ডুব
আলো আসে না
. বন-আলেয়া নীল
ফাগুন জানে
ফাঁকায় বট
. ঝুরি নামালো শীত
ঘুড়ি ভিজছে
মরুপুষ্প
. জ্যামিতি আঁকা দেহ
গরমি লোপ
উঁচু-নিচু ভূ
. জাফরানের বউ
পুষ্পমাসে
নিমেষে চোত
. আলের পথে নেমে
খরিশ ফণা
বনের গুহা
. দেয়ালে আঁকে পরী
কাশ-সময়
বিন্দু নীল
. ওড়া চিল-ডানায়
কুহক ঋতু
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..