প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পাইন পাতা
. ছুঁচের ছেঁদা গলে
জুন তপন
দুর্গাটুনি
. কলাবতী ভাদরে
পিরিক নাচে
শাপলা ভেঙে
. জলপিপি গরমে
চুপটি ডুব
আলো আসে না
. বন-আলেয়া নীল
ফাগুন জানে
ফাঁকায় বট
. ঝুরি নামালো শীত
ঘুড়ি ভিজছে
মরুপুষ্প
. জ্যামিতি আঁকা দেহ
গরমি লোপ
উঁচু-নিচু ভূ
. জাফরানের বউ
পুষ্পমাসে
নিমেষে চোত
. আলের পথে নেমে
খরিশ ফণা
বনের গুহা
. দেয়ালে আঁকে পরী
কাশ-সময়
বিন্দু নীল
. ওড়া চিল-ডানায়
কুহক ঋতু
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..