নিমিখ

উমাপদ কর
কবিতা
Bengali
নিমিখ

৫৫

পাইন পাতা
      ছুঁচের ছেঁদা গলে
জুন তপন

 

৫৬.

দুর্গাটুনি
.       কলাবতী ভাদরে
পিরিক নাচে

 

৫৭. 

শাপলা ভেঙে
.         জলপিপি গরমে
চুপটি ডুব

 

৫৮. 

আলো আসে না
.         বন-আলেয়া নীল
ফাগুন জানে

 

৫৯.

ফাঁকায় বট
       ঝুরি নামালো শীত
ঘুড়ি ভিজছে

 

৬০.

মরুপুষ্প
.        জ্যামিতি আঁকা দেহ
গরমি লোপ

 

৬১.

উঁচু-নিচু ভূ
.        জাফরানের বউ
পুষ্পমাসে

৬২. 

নিমেষে চোত
.         আলের পথে নেমে
খরিশ ফণা

 

৬৩. 

বনের গুহা
     দেয়ালে আঁকে পরী
কাশ-সময়

 

৬৪. 

বিন্দু নীল
.       ওড়া চিল-ডানায়
কুহক ঋতু

উমাপদ কর। জন্ম ১৯৫৫, স্থান বহরমপুর, মুর্শিদাবাদ। বর্তমানে কলকাতাবাসী। পদার্থবিদ্যায় স্নাতক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী ছিলেন। যৌথ সম্পাদনা: ‘শ্রাবস্তী’, কর্মী: ‘রৌরব’ ইত্যাদি লিটিল ম্যাগাজিন। অল্পদিনের জন্য হলেও একসময় পারফর্মিং আর্টের সঙ্গে জড়িয়ে ছিলেন। নাটক, থিয়েটার, আবৃত্তি, ভাবনাট্য, নৃত্যনাট্য। অংশগ্রহণ করতেন বিতর্ক,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ