নির্জন সন্ধ্যা

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
কবিতা
Bengali
নির্জন সন্ধ্যা
কৃষ্ণচূড়ার নিচে মার্বেল কোণ শামুক 
বেদনার সারোপাখি ক্লান্তির ডানামেলে ওড়ে
               হলুদ ছায়া ফেলে দ্রুতগামী ট্রেনের ওপর
কৃষ্ণচূড়ার তলে
                  শুয়ে আছে অস্ট্রেলিয়ান
                       একটা মার্বেল কোণ শামুক !
হৃদয় উপত্যকায় বইছে কঠিন বিষণ্ণ খরা, তবু্ও—
আর্দ্র দীর্ঘ চুম্বনের বিশ্বাসে নির্বেদ প্রহর কাটে হেলালির
তুমি ছুঁয়ে দিলেই তো ফেরাতে পারো;
প্রেম-কুপোকাত ঠোঁটের শুদ্ধ ভালোবাসা…।
নির্জন সন্ধ্যা
সন্ধ্যার নির্জন আকাশে একাকী সুর
কচুপাতা বেয়ে ঝরে বৃষ্টির প্রণয়ী জল
চোখ ভাঙে জানালার কপাটে
                    ভেজা বাতাসে ঘ্রাণ ভাসে
অন্তরঙ্গ অনুরণনের, যেন স্মৃতির কর্পূর।

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী। বাংলাদেশের সিলেট জেলা থাকেন। কবিতা, প্রবন্ধ লিখে থাকেন।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..