প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
নির্জন হয়ে উঠি
লিখে যাওয়া মানুষগুলো ক্রমশ পাথর হয়ে যায়
কিংবা তারচেয়ে বেশি কিছু নির্জন
নির্বাণ প্রার্থণায় থাকে, তুমি নির্বাণের অপর নাম
নির্জন হয়ে উঠি, তোমার সমার্থক হতে
অন্ধকার গাঢ় হলে চাঁদ কাঙ্খিত হয় নিশ্চিত
নির্জন হলো অন্ধকার, অন্ধের আকার সে
বেহিসেবী বলেই হিসেব রাখা হয়নি
কতটা গেছে সে পদব্রজে
পায়ের শব্দ শোনা হয় না, নির্জনতা বধির বলে
তোমার চলে যাওয়ার শব্দ শুনতে নেই
ভাঁজ
ভাঁজ বলতেই শাড়িটা ঠিক করে নিলে
অথচ কপালের ভাঁজ দৃষ্টি এড়ালো
রোদ চশমায় ঢেকেছিলো দু’চোখ
অন্ধরাও ঢাকে
চুলগুলো সরিয়ে দিলে
গালের লালিমা সরানো গেল কি
লিপিস্টিক মুছে গেলে
ঠোঁটটা ক্রমশ নিজের হয়ে ওঠে
শাড়িটা স্পর্শ পেলে সচল হয়
এবং শাড়িতে জড়ানো আঁধার
শাস্ত্রজ্ঞ
জিহ্বা বেয়ে ভালোবাসা নেমে আসে
নফসের দোষ নিশ্চিত বলতে পারো;
ক্রমশ নিচে নামে, নিষিদ্ধ যাত্রাপথ
পাপ দূরে থাক, দ্বিধাহীন বলে আরো।
শরাবান তহুরা, চিন্তায় জুড়ে থাকে
বয়স প্রাপ্ত হলে, নফস গিলেছে মন;
যোগ্য হোক কোনো টিকিধারী পণ্ডিত
ব্রত হই রমণী তোমায়, শাস্ত্রজ্ঞ রমণ।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..