প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অজস্র স্বপ্নের অকাল মৃত্যুর পর
বেঁচে থাকার শেষ স্বপ্নটাকেও যদি
ঘাতক রাষ্ট্র হত্যা করতে চায়,
যদি আমাদের মৈথুনের ওপর
জারি করা হয় একশ চুয়াল্লিশ ধারা,
যদি ঘুম ভেঙেই আমাদের অনাগত
শিশুটিকে দেখতে হয় কদর্য
শুয়োরের অট্টহাসি,
তবে তোমার লাল ঠোঁটে এঁকে দেয়া
আমার দীর্ঘ চুমুর কসম
যারা গণতন্ত্রের নামে
মানুষের সব অধিকার লুণ্ঠন করে,
যারা মানুষের বাক স্বাধীনতাকে নির্বাসিত করে,
যারা নির্বিচারে মানুষ হত্যা করে
তাদের কবর রচিত হবে
আমার কবিতার নির্ভীক বুলেটে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..