বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
অজস্র স্বপ্নের অকাল মৃত্যুর পর
বেঁচে থাকার শেষ স্বপ্নটাকেও যদি
ঘাতক রাষ্ট্র হত্যা করতে চায়,
যদি আমাদের মৈথুনের ওপর
জারি করা হয় একশ চুয়াল্লিশ ধারা,
যদি ঘুম ভেঙেই আমাদের অনাগত
শিশুটিকে দেখতে হয় কদর্য
শুয়োরের অট্টহাসি,
তবে তোমার লাল ঠোঁটে এঁকে দেয়া
আমার দীর্ঘ চুমুর কসম
যারা গণতন্ত্রের নামে
মানুষের সব অধিকার লুণ্ঠন করে,
যারা মানুষের বাক স্বাধীনতাকে নির্বাসিত করে,
যারা নির্বিচারে মানুষ হত্যা করে
তাদের কবর রচিত হবে
আমার কবিতার নির্ভীক বুলেটে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..