দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
অজস্র স্বপ্নের অকাল মৃত্যুর পর
বেঁচে থাকার শেষ স্বপ্নটাকেও যদি
ঘাতক রাষ্ট্র হত্যা করতে চায়,
যদি আমাদের মৈথুনের ওপর
জারি করা হয় একশ চুয়াল্লিশ ধারা,
যদি ঘুম ভেঙেই আমাদের অনাগত
শিশুটিকে দেখতে হয় কদর্য
শুয়োরের অট্টহাসি,
তবে তোমার লাল ঠোঁটে এঁকে দেয়া
আমার দীর্ঘ চুমুর কসম
যারা গণতন্ত্রের নামে
মানুষের সব অধিকার লুণ্ঠন করে,
যারা মানুষের বাক স্বাধীনতাকে নির্বাসিত করে,
যারা নির্বিচারে মানুষ হত্যা করে
তাদের কবর রচিত হবে
আমার কবিতার নির্ভীক বুলেটে।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..