প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
নিশা জেমস
৯.
ভেসে আসছে আফটার লাইফের ছলাৎ। এসব বিশ্বাস করতে ভালো লাগে।কয়েকশো কিলোমিটার দূরে ঘুম ভাঙলে হাতড়াই।আরতো দেখা হবেনা।এ নরম বাগিচায় হাতমোজা ফেলে আসার ভুল।
নিশা ম্যাডাম।এ বায়বীয় জগতে বড্ড আল্ট্রাভায়োলেট রে।ডুবুরির মতো এ চোখে ডুবে যাওয়ার বিলাসিতা কাম্য নয়।ফেরাউনের লাশ আমাকে আবার বিশ্বাসঘাতক হতে শেখায়।এ বার ক্ষমা করে দাও।ভালোবাসার বন্দুকে টোটা ভর্তি। বাতাসে বারুদের গন্ধ ভেসে আসছে।
মরে যাওয়া ভালো। আরো ভালো এভাবে পথের মোড়ে পাগল হয়ে যাওয়া।তোমার বাঁকা চাহনিতে আমার জ্বর পায়।স্যালাইনের ব্যাথা খুলে নিরাময় খুঁজি।
চতুর্দশপদী আলো জ্বেলে তামিল উষ্ণতার গা।গতরে বিষ ঢেলে দেওয়া।চোখের মণিতে প্রতিশোধ পরায়ণতা রেখে ফিরে আসতে হয় ঘোড়ার জিনে।কক খোলার শব্দ পেলে প্রেমিক নিরুদ্দেশ হয়।হাতে পায়ে লাল লাগে।
তোমার প্রেম আমাকে ছুঁয়ে যায়।ভিজিটিং আওয়ারে।
১০.
কুয়াশা উড়ছে।মেঘমলিন পার্বত্য আকাশে নেশা নেই।ঝুলে আছে বার্চ পাইনের অলৌকিক।
ক্রিসমাস শেষ।কেকের তাঁবুতে আমরা কজন নদী নেমেছি।সাঁকো জুড়ে দিয়েছে আমাদের রাত ও ভোর
আর সাঁকো পেরোলেই অমৃতলোক।
প্রাচীন বার্তালাপ এতদিনে গলে গলে ঝর্ণা হয়েছে
স্মৃতি নিয়ে শত মনখারাপ উড়ে যায়।
নিশা জেমসের দেশ।
গোপাল স্যারের হাসিতে লেগে থাকে তামিল ঢেউ।কৃতজ্ঞতার আলো ওড়ে।
চার হাজার ফুট উচ্চতায় পদ্যের মন্দাক্রান্তা মেঘ।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..