আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
নিস্তব্দ্ধতার চাদরে ঢেকে
এ কোন নিঝুম অন্ধকার
জানলার শার্সিতে উঁকি দেয়
তোমার
আমার?
স্বপ্নালু চাঁদ এখন
বাঘনখ হয়ে চকচক করে ৷
জনস্রোত বয়ে আনে
ক্ষুরধার তরবারি, ত্রিফলা ত্রিশূল ৷
ওরা জানে না কি
আরেক অন্ধকার থেকে
আরো জটিল জটিলতর পথে
ক্রমশ আগুয়ান
চিতার জ্বলজ্বলে চোখ?
নদীর বাঁধটা নড়বড়ে বড়ো
সাঁকোটাতো আরো ৷
“জোট বাঁধো” কথাটাও
বুঝি আজ নড়বড়ে
ঐ সাঁকোটার মতো ৷
এখনো অপেক্ষা?
কে এসে ডাক দেবে –
‘বেরোও সকলে’ !
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..