প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
নিস্তব্দ্ধতার চাদরে ঢেকে
এ কোন নিঝুম অন্ধকার
জানলার শার্সিতে উঁকি দেয়
তোমার
আমার?
স্বপ্নালু চাঁদ এখন
বাঘনখ হয়ে চকচক করে ৷
জনস্রোত বয়ে আনে
ক্ষুরধার তরবারি, ত্রিফলা ত্রিশূল ৷
ওরা জানে না কি
আরেক অন্ধকার থেকে
আরো জটিল জটিলতর পথে
ক্রমশ আগুয়ান
চিতার জ্বলজ্বলে চোখ?
নদীর বাঁধটা নড়বড়ে বড়ো
সাঁকোটাতো আরো ৷
“জোট বাঁধো” কথাটাও
বুঝি আজ নড়বড়ে
ঐ সাঁকোটার মতো ৷
এখনো অপেক্ষা?
কে এসে ডাক দেবে –
‘বেরোও সকলে’ !
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..