নিস্তব্ধতার চাদর

সুস্মিতা বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
নিস্তব্ধতার চাদর

নিস্তব্দ্ধতার চাদরে ঢেকে
এ কোন নিঝুম অন্ধকার
জানলার শার্সিতে উঁকি দেয়
তোমার
আমার?
স্বপ্নালু চাঁদ এখন
বাঘনখ হয়ে চকচক করে ৷
জনস্রোত বয়ে আনে
ক্ষুরধার তরবারি, ত্রিফলা ত্রিশূল ৷
ওরা জানে না কি
আরেক অন্ধকার থেকে
আরো জটিল জটিলতর পথে
ক্রমশ আগুয়ান
চিতার জ্বলজ্বলে চোখ?

নদীর বাঁধটা নড়বড়ে বড়ো
সাঁকোটাতো আরো ৷
“জোট বাঁধো” কথাটাও
বুঝি আজ নড়বড়ে
ঐ সাঁকোটার মতো ৷

এখনো অপেক্ষা?
কে এসে ডাক দেবে –
‘বেরোও সকলে’ !

সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। কবি ও লেখক। লেখাপড়া করেছেন বিশ্বভারতীর বাংলা বিভাগে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে এম. ফিল্। বর্তমানে পশ্চিমবঙ্গ, ভারতের নদীয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে বাংলা সাহিত্য বিভাগে অধ্যাপনা করছেন। ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা, প্রবন্ধ-নিবন্ধ লেখালিখি করে আসছেন।  

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ