প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
এইতো পাবলিক হচ্ছে রং
জলের রোঁয়ার সাথে মিশে যাওয়া শীতের যখনতখন,
আমি এগোবার কথা ভাবি, পিছে পিছে বিছানার ফিজিক্স
বিধবা নারীর খোঁপার বাঁধনের মতো লাচার আলোটা
লেজ নাড়ছে
সিংগল সুতো সিঙ্গল ছুঁড়ি সিঙ্গল জল-বিভাজন …
কস্টিউম বদলে ফেলার মতো
বদলে ফেলছো কথার ধুন
মরচে পরা জলের ফ্রিজিং পয়েন্টে আমাদের ছুট,
লাজ-বেলাজ,
খোলা নৌকার দীর্ঘায়ু,
কমজোর নয় কিছুই
শুধু তুমি আমি চাঁদ ধরাধরি করে লুকিয়ে ফেলি ড্রয়ারে
সজীব হয়ে আসছে জলের মাংস
এরপরেই ব্ল্যাক হোল
ভাসা ভাসা জলের সাহস টপকে কাঠামো বদলে ফেলল যে বুনন
তাকে আফিমে মেলে ধরি
পুরনো সাইকেল …
জল ছিঁড়ে ছিঁড়ে পলাশ-বিছানা
দু মাস
দু’টুকরো ছায়া আমাকে টোকা দেয় দু’দিক থেকে রোজ
গুড়ো গুড়ো আলো
ঝুকে থাকা নদীটাকে কাঁধে নিয়েই দীর্ঘ হচ্ছে সাঁতার …
কিচেন এ ডাল –ভাতের শব্দ
টু – শব্দ করছে না
কি করে যে জল বেজে বেজে রবীন্দ্রসংগীত!
তবলায় বেডরুম …
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..