প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ভালোমানুষ কবিতা লিখব, জ্ঞানীগুণী লিখব
ধরি মাছ না-ছুঁই পানি তত্ত্বকথা দর্শন লিখব
আই-পি-এস এন-আর-আই আর যা যা পাই
আমলা অধ্যাপক সম্পাদক নিরাপদ লিখব
সর্বদল সমন্বয় লাল নীল গেরুয়া সবুজ লিখব
রামকৃষ্ণ সারদা মাওসেতুং চেগুয়েভারা গেঞ্জি
প্রেম লিখব ধর্ষণ লিখব হোক কলরব চুমোচুমি
চকোলেট কন্ডোম লিখব জাপানি তেলে বর্ধক
হাই প্রোফাইল সুলভ মহিলা, ডোমেস্টিক হেল্পার
বঙ্কিম রবীন্দ্র লিটিল ম্যাগাজিন পুরস্কার লিখব
সাহিত্য অ্যাকাডেমি প্রাপ্ত লিখব, বঙ্গরত্ন-বিভূষণ
কাছের তোমায় লিখব দূরের একেওকে তাকে
ত্রিকোণ চতুষ্কোণ বিছানা ও প্রেম লিখব
লিখব লিখব লিখব, শুধু লিখে লিখেই যাব
হিসেব করে বুদ্ধি খাটিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে
বাড়িয়ে কমিয়ে গুলিয়ে এড়িয়ে ফাটিয়ে লিখব
এমন লিখব নিশ্চিন্ত থাকো কেউ বুঝতে পারবে না
কী কথা কোন কথা কাদের কথা লেখার ছিল
অনেক দূর যাবে তুমি, সেরকমই কুশলী পথিক
চূড়ায় থামবে গিয়ে, যদি না হাউই দশা হয়
যদিও পথিক শব্দে ধুলোমাটি শান্তি লেগে থাকে
তোমার আগুন আর রামধনু রেণু বিলাসিতা
সদাসতর্ক ক্যামেরা চক্ষুর বিস্তৃত দৃষ্টিজাল
ডিগ্রী আছে, কেতাবী বাগ্মীতা, সাধারণের ছদ্মবেশ
জানো সেলেব পাশে নিয়ে ছবি তোলার মাহাত্ম
কখন মাথায় বস্তা তুলতে হয়, হাতে সাহায্যের ইঁট
বন্ধু লাগে একডজন সাংবাদিক, নাট্যকার, বাউল
তবেই নাটক জমে পাওয়া যায় মিডিয়া বাইট
তুমি জানো রাজ্য-কেন্দ্র,বিরোধী হলে না হলে
কোথায় ফস্কে যাবে হাত, লিটার্যালি অঙ্কে পাকা
প্রগতির আচ্ছাদনে মই বেয়ে নিপুণ আঁতাত
শিখেছ বেশ ধর্মে থাকা, এবং জিরাফে
থাকতে চাওয়া গানের লক্ষ্যে
সাবমেরিন বিলাপে
পাশে ধ্বংসাত্মক পাড় ভাঙা নদী নেই
গুলিগোলার বর্ডার, সে রকম ধর্ম রঙ
সরকারী দয়াটুকু আছে, সংসারী মায়া
আছে, আছের জিওল খাওয়া পরা শোয়া
তবু ভোটের বরফ পাহাড় চা-বাগান
নিচে নিষ্ফলা জমি, অধিকের আলু
মেয়েদের স্কুল ফেরা ভাঙা বাড়ি টান
পাট ক্ষেতে মৃত কিছু তাদের যৌবন
মস্তান নির্ভর বাধ্য লোকালয় বাস
ভীষণ নুন লঙ্কা টকের মিশেল ওই
দিক ভ্রান্ত আসে অপদার্থে অহেতু
পোড়ায় নিংড়ায় হাউই ঝাঁক রূপে
কখনো লেজে বাঁধে পটকার তাড়া
বিভ্রান্ত কুকুরের দিশাহীন দৌড়
অসহায় ছোটাছুটি কক্ষ বিচ্যুত
আমি আমার দেশ যুগ্ম উপদ্রুত
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..