নুশার চিত্রকলা (পর্ব- ২)

নুশাইবা নুশা
চিত্রকলা
Bengali
নুশার চিত্রকলা (পর্ব- ২)
সবুজ ও নির্জনতা

সবুজ ও নির্জনতাঃ

একটা মেঠো পথ চলে গেছে দূরান্তে। যার শেষ বিন্দু আঁকা হয় নি কোথাও। সাক্ষ্মী একটা বাড়ী, আর কিছু গাছ… সবুজের জয়জয়কার অথচ নির্জনতা। একটা প্রেমে পড়ার মতো দৃশ্য, কোথাও অদৃশ্য ফাঁকা।

ছবির উপকরণঃ অয়েল পেইন্টিং

পাললিক নীরবতা

পাললিক নীরবতাঃ

একটা জলের ধারা, যার শুরু আঁকা নি কোথাও। নেই কারও পায়ের ছাপ, প্রকৃতির হেয়ালে ঝরে গেছে বিবর্ণ পাতা। প্রেম এখানে নেই, পুরোটাই ধূসর। হয়তো প্রতিক্ষায় কেটে যাচ্ছে কারো প্রহর।

ছবির উপকরণঃ অয়েল পেইন্টিং

গর্জন

গর্জনঃ

সমুদের নিজস্ব ভাষা আছে, সেটি বুঝবার লাগে চোখ। সাদা চোখে আমরা যা দেখি তা গর্জন। কোথাও শোনা যায় জীবনের কিছু আয়োজন। তার কিছুটা আমরা শিখি সমুদ্র থেকে।

ছবির উপকরণঃ অ্যাক্রিলিক

 

প্রজাপতি ক্যানভাস

প্রজাপতি ক্যানভাসঃ

একটা আনন্দের রঙ। একটা প্রজাপতি, কিছু ফুল। সবকিছু এড়িয়ে যেতে পারছি না আমরা। চোখে মুখে লেগে আছে মিষ্টি কিছু রঙ। প্রজাপতিটি এখানে প্রেম শেখাচ্ছে জীবনের আলাপনে।

ছবির উপকরণঃ জলরঙ

 

প্রলয়

প্রলয়ঃ

সবকিছু ধ্বংস করার মানসিকতা। এক আগমনী ঝড়ের সামনে দাঁড়িয়ে, মনে হয় উড়িয়ে নিয়ে যাবে আমাদের খুব দ্রুতই।

ছবির উপকরণঃ অ্যাক্রিলিক

নুশাইবা নুশা। আলোকচিত্রী ও চিত্রকর। জন্ম ৪ নভেম্বর ১৯৮৭ বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। বর্তমান আবাস ফ্রান্সের প্যারিস শহরে। ফ্রান্সের নন্তের ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন । পেশাগতজীবনে তিনি চাকরিজীবী।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ