নুশার চিত্রকলা

নুশাইবা নুশা
চিত্রকলা
Bengali
নুশার চিত্রকলা
Symphony of Lighthouse

Symphony of Lighthouse: একটা নির্জন দ্বীপ আর সেখানের একটা অব্যবহৃত বাতিঘর। যে অপেক্ষায় থাকে, চোখ মেলে থাকে নতুন কোনো নৌবহর আসার। আর পরিমাপ করে স্রোতের সুরভিত সুরকে।

উপকরণঃ অয়েল পেইন্টস অন ক্যানভাস।

 

Lunatic Night

Lunatic Night: একটা পূর্ণরাত কীভাবে গ্রাস করে গোটা রাতকে। এই ছবিতে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চাঁদের আলোয় ম্রিয়মাণ হয়ে যায় রাতের নিকষ কালো অন্ধকার।

উপকরণঃ অয়েল পেইন্টস অন ক্যানভাস।

 

Lady in blue

Lady in blue: একজন নারীর ছবি। আপাত দৃষ্টিতে চোখ রাখলে মনে হবে সাদামাটা একজন নারী। গভীরভাবে দেখলে মনে হবে একজন নার্সিসিস্ট, আবার অন্যভাবে দেখলে মনে হয় সেলফ অবসেসড লেডি।

উপকরণঃ এক্রিলিক অন ক্যানভাস।

Loneliness

Loneliness: একজন নারী একা দাঁড়িয়ে। নিস্পৃহ দৃষ্টি, কোনো তাড়া নেই, শুধু অপেক্ষাতেই ব্যস্ত। এই একাকীত্ব যাপনে নিঃসঙ্গতাও নেই, কেবল ভর করে আছে আকুলতা।

উপকরণঃ এক্রিলিক অন ক্যানভাস।

 

Language of eyes

Language of eyes: একটা পাখির চোখের ভাষাটুকু বুঝে নেবার আপ্রাণ প্রচেষ্টা। তার চোখেও অনেক অব্যক্ত কথা থাকে লুকিয়ে। সেও জমিয়ে রেখেছে তার অভিব্যক্তি।

উপকরণঃ এক্রিলিক অন ক্যানভাস।

 

নুশাইবা নুশা। আলোকচিত্রী ও চিত্রকর। জন্ম ৪ নভেম্বর ১৯৮৭ বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। বর্তমান আবাস ফ্রান্সের প্যারিস শহরে। ফ্রান্সের নন্তের ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন । পেশাগতজীবনে তিনি চাকরিজীবী।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ