বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
দূরে পাহাড়ের গায়ে
ঝাঁকে ঝাঁকে আলো জ্ব’লে ওঠে
পাহাড়ি গ্রামের কথা তোমার কল্পনা চেয়ে থাকে।
আরও আরও দূরে দামোদর ব্যগ্র হয়ে ওঠে
তীরবর্তী গ্রামের জীবন
উড়ে এসে বসে পাহাড়ের গায়ে
আমি দীর্ঘ সেতু হয়ে যাই
রাণীক্ষেতে মাঝপথে থেমে গেল গাড়ি
তুমি খোলাচুলে ছুটে পাইনের বনে
চোখ বন্ধ করে মেলে দিলে দুটি হাত;
বুঝলাম পাহাড়ে বিশ্বাসী তুমি
আমার কাঁপন শুরু হল
আলমোড়া অভিমানী;
বারান্দা সূর্যাস্ত নিয়ে চুপ
হাওয়া বয় ধীরে
ক্রমশ ঝরনা হয়ে যায় চাঁদ
আমরা মোহনা
কৌশানী সকালে হাসে নন্দাদেবী
সোনার বিস্ময়
সূর্য ছুঁয়ে দেয় তোমারও পাহাড় রং
আমি মেঘ হতে চাই
এবারে ফেরার পালা।
মেঘের ওপর তুমি;
বিস্ময়ের বৃষ্টি হয়ে আমি
ঝ’রে পড়ি দামোদরে
দু’টি পাড় কথা বলে বাঁশের সাঁকোয়…
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..