প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
দূরে পাহাড়ের গায়ে
ঝাঁকে ঝাঁকে আলো জ্ব’লে ওঠে
পাহাড়ি গ্রামের কথা তোমার কল্পনা চেয়ে থাকে।
আরও আরও দূরে দামোদর ব্যগ্র হয়ে ওঠে
তীরবর্তী গ্রামের জীবন
উড়ে এসে বসে পাহাড়ের গায়ে
আমি দীর্ঘ সেতু হয়ে যাই
রাণীক্ষেতে মাঝপথে থেমে গেল গাড়ি
তুমি খোলাচুলে ছুটে পাইনের বনে
চোখ বন্ধ করে মেলে দিলে দুটি হাত;
বুঝলাম পাহাড়ে বিশ্বাসী তুমি
আমার কাঁপন শুরু হল
আলমোড়া অভিমানী;
বারান্দা সূর্যাস্ত নিয়ে চুপ
হাওয়া বয় ধীরে
ক্রমশ ঝরনা হয়ে যায় চাঁদ
আমরা মোহনা
কৌশানী সকালে হাসে নন্দাদেবী
সোনার বিস্ময়
সূর্য ছুঁয়ে দেয় তোমারও পাহাড় রং
আমি মেঘ হতে চাই
এবারে ফেরার পালা।
মেঘের ওপর তুমি;
বিস্ময়ের বৃষ্টি হয়ে আমি
ঝ’রে পড়ি দামোদরে
দু’টি পাড় কথা বলে বাঁশের সাঁকোয়…
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..