প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ঠিক তোমাকে নয়, ফিরে পেলাম আরেক রমণীকে
রমণযোগ্য তবে ব্যবহার যোগ্য নয়…
আমি তো শয্যা পেতেছিলাম
তোমাতেই বরাভয়।
২
একটা পদ্য যদি হয়ে যায় তোমার শরীর
আহা, কোমল স্তনগুচ্ছ, যোনি…
শুকরিয়া আলখ নিরঞ্জন
মেনে গেছি সকল আয়রনি।
৩
আত্মার ভেতর থাকে
ব্যর্থতার মোড়কে রয়েছে দমে দমে,
অযোগ্য এ আশেক ছাড়েনি আশ
বিকল্প তোমার মনোরমে।
৪
ভুল হয়ে গেলে খানিক মার্জনা করো
মার্জনা করো রমণের ত্রুটি…
পাহাড়ের মতো সয়ে গেছি দীর্ঘদিন
বাতাসের সকল ভ্রুকুটি।
৫
অক্ষরগুলো জানে, জানে শব্দগুচ্ছ
আচ্ছন্ন একটা রাত এবং অন্ধকার,
কতটুকু সর্বনাশ করেছে যাপন
অসম্পন্ন তোমার আমার।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..