প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
মহাসিন্ধুর পেলব বুকে আমি জল হয়ে জন্মাতে প্রস্তুত –
এপাড়ে কৃষকের গ্রাম – ওপাড়ে শ্রমজীবী নগর,
কর্মচঞ্চল পোষাকে আমি ভরে দেবো শীতল বাতাস,
ওরা মেঘের ছবি দেখতে পাবে বুকে –
আবর্জনা ছুঁড়ে ফেলবে –
ডুব সাঁতারে পার করবে আমার চিবুক,
ঘাটলায় প্রেমিক যুগল –
ছোটো ছোটো ছেলে মেয়েরা ছুঁড়ে দেবে নুড়ি পেটে,
শিরায় ভরে নেবো জোয়ার – ভাঁটা,
মাথার উপর দিয়ে ছুটে যাবে ব্রিজ –
পুঁতে দেবে পিলার আমার বিশ্বাসে,
দুপাড়ে কর্মব্যস্ত জীবন –
হালকা ঢেউ দিয়ে চিনিয়ে দেবো মাঝিদের ,মাছ –
দুলবে নৌকা পিঠে – ভেসে যাবে স্টিমার –
কর্তব্যরত শরীরে জ্যোৎস্না হয়ে আসবে প্রেম –
নির্জন রাতে – একাকী বিছানায়,
পরজন্মে শীতল হয়ে জন্মাতে প্রস্তুত।
করুণা করে হলেও মেখে নিও –
প্রয়োজন হলে বলো ভালোবাসি।
মুহুর্তে মুঠো খুলে যায় – আমি বাগানের পাশে বসি,
ধর্মতলার যানজটে বাসের সিটে তোমার ইশারা,
কথাদের পাহাড়ের উপরে নিয়ে যাই –
মানুষের মতো বেড়ে উঠি –
গাছেদের মতো হেলে যাই আলো পেলে ।
বস্তুত ধাতব দিনে পকেটে টাকা বোঝাই ছুট –
টিকিটের গায়ে দুটো আঙুল রাখি –
হেডফোনের বিষন্ন গান নতুন করে বুঝিয়ে চলে,
লগ্নি বিদ্ধস্ত বালুকা বেলায় ইংরেজি মাধ্যমের হাতুড়ি,
খরচ হয়ে ওঠো সাবলীল এবং মুনসিয়ানায় –
কবরে প্রলেপ দিয়ে মিছিলে হাঁটি।
লুটেপুটে সভ্যতার ঘাম – ক্লান্তি বিলাসী চেয়ার,
মেঝেতে ভাগাভাগি ষড়যন্ত্র , বিপনন –
তবু বিন্দাস আছি –
এভাবেই চলাচল ঝড়ের গায়ক – আঁধারি চিঠি,
স্নিগ্ধ গোধূলির লাল দ্বীপপুঞ্জ –
আসবে কবে ফিরে নীলাকাশ –
মেঘের দুঃখ থাকবেনা দূষিত জীবনে –
আঁচলে মুছে মানুষের দাম –
প্রবল গানের খেয়া পাশ ফিরে চাও –
আমি বেঁচে আছি।
চিনতে পেরেছো আমার হতাশা গুলো,
জাদুতে রয়েছে নতুন মুখ স্টেজে হাতছানি,
আমি বেঁচে আছি জানি।
লড়াকু নাম ,কেবল জ্যোৎস্নাদের বুকে লেখা ,
আড়ালে নদীর নির্ঝর স্বপ্ন ভিজিয়ে যায়,
মৃত্যুর ধোঁয়া – ব্যক্তিত্বের আচমনে গড়ে নেয় মন ,
কার্লভার্টে – নর্দমায় স্রোতে ভেসেছে চিঠি অভিমানী –
আমি চুপ – এবং বেঁচে আছি জানি।
কোথাও কোন শব্দ হয়না আর,
শহীদ বেদীর সৌন্দর্য সাদা ফুলে ঢাকা,
কুরুক্ষেত্রের বিষাদে ভরে দাও কাল,
একগুচ্ছ কবিতা বরাদ্দ খাতায় –
ভাল্লাগে না মানুষের হয়ে রয়েগেছি চিরকাল –
আসলে স্মৃতিকথা বলতে জীবনের হয়রানি –
তবু আমি বেঁচে আছি জানি।
এভাবে আবৃত্তি শুরু করি,
ভেতর থেকে বেড়িয়ে আসে কর্কশ জিভ,
ফালাফালা সাদা – হলুদে দাঁত,
বারেবারে আঘাত করে শব্দ জড়িয়ে বুকে,
কণ্ঠনালীয় উদ্যম, নির্ভেজাল স্বর –
আর জীবন্ত দুটো চোখ আঁকড়ে ধরে ভিটেমাটির মতো পাতা!
এভাবে কবিতা বয়ে যায় –
ঠোঁটের বিশ্রাম নেই – বিশ্বকোষহীন মাথা ,
নির্বিকারে পড়ে চলে যায় যতটুকু বলা আছে কিংবা লেখা ।
পৃথিবীর চিরহরিৎ কোলে আঁচল পাতা রোদ্দুর জানেনা ভিড় কতো –
প্রেক্ষাগৃহে বসার হিড়িক কানেদের,
কারো চিবুকে হাত, কারো ভারসাম্যহীন হাতলে ঠাঁই –
আমি কবিতা পড়ে যাই।
আসলে আমি পড়েই যাই,
ফিসফিসে কথারা ভেসে আসে,
কেউ কেউ উঠে চলে যায়,
আচমকা বেজে ওঠে পকেটে ফোন –
আমি পড়ে যাই।
একরোখা বৃত্তান্ত ঠেলে জীবন,
ঘড়ির কাঁটারা একলা অসহায়,
ভ্রুক্ষেপ নেই একদফা স্মৃতির ইতিহাসে,
বিভিন্ন গতিপ্রকৃতির রোশনাই –
আমি পাঠ করে যাই।
একসময় শেষ হলে,
নিভেছে ফ্ল্যাশের সব আলো,
বুঝেছি শেষ হয়ে গ্যাছে সব –
কারা যেনো আবারও এগিয়ে এলো –
দুহাতে বহমান খাতা, মাথা নীচু করে চলে যাই স্টেজের ধারে –
সময় হেসে বলে ভাই –
এটা তোমার কবিতা নয়,
তোমার কবিতা অপেক্ষা করছে জ্বরে।
এটা তোমার কবিতা নয় –
শ্মশানঘাটে জীবন হাতড়াই –
আমি কবিতা পড়ে যাই।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..