পরিত্যক্ত স্টপেজ 

রোমান জাহান
কবিতা
Bengali
পরিত্যক্ত স্টপেজ 

তবু তার জন্যে 

তবু তার জন্য
একটা শৈশব
একটা কৈশোর
একটা যৌবন
একটা বয়সের ভেতর
সিন্দাবাদের ভূতের মতো
বসে থাকে-
তার জন্য
আততায়ী সময়
দাগি-খুনির চোখে
অপেক্ষার সাথে
বেঁধে রাখে আমাকে।

 

পুনর্বার 

এ শহরে হেমন্তের মত
রঙিন ফুল বিলুপ্ত ;
বর্ণদর্পী অবিরত
বর্ষণের জলে
নিতান্ত অনাড়ম্বর-
সময়ের ছক ছিঁড়ে যায়
প্রগলভ ছায়ার ঢলে-
মর্মশীতল অন্ধকার
যেন অন্ধমত্ত জোয়ার
মধ্যবিত্ত মেধায়
প্রায়শই চমকে ওঠা বিশ্বাস
তাকে ডাক দেয় পুনর্বার

 

পরিত্যক্ত স্টপেজ 

পরিত্যক্ত স্টপেজে দাড়িয়ে থাকি
দেখি
ভালোলাগার উড়োচুল
হোম ওয়র্কের অজস্র ভুল
অংক ক্লাসের চাপা গুঞ্জন
বড় বেশি নির্জন
এখন কেবলই বাড়ি ফেরা পাখি
ফুল আর হাওয়ার মেকি
স্বপ্নগুলো মেঘে মেঘে ভাসে
লতাপল্লবের মাটির কাছে
পত্রালী বিহীন এক বৃক্ষ
ক্রমশঃ শূন্যতায় নুয়ে পড়ে
হয়ত যে কোন সময় ফিরে যাবে
অজানা, অচেনা কোন ঘরে-
সেখান থেকে ফেরে না কোন মানুষ ।

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..