প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ঝরা পাতা শুকনো পাতা হলুদ পাতার ডামাডোল
চারিপাশে ক্যামন্-যেন মৌনী-বিধুর, হৃদয়-পুরের মফঃস্বল
যখন ছিলো সজীব সবুজ় উদ্ভিন্ন যৌবন-দূত
অন্ধকারে তারার মালা খ’সে পড়তো, কী অদ্ভুত
অনুভূতির জগৎ সেটা, চোখের চাওয়ায় যে আসমান
অফুরন্ত ডানায় ডানায় ঝেড়ে উঠতো, উত্তেজনার
সেই উ়়ড়়ান
অবিচ্ছিন্ন গাঙচিল আর দিল-দরিয়ার ভাঙছে পাড়
ছলাৎ ছলাৎ, ছিলিম-খাওয়া মাঝির মনে নাচছে প্রেমের রঙ-বাহার
কী অলৌকিক, ঝিলিক দেওয়া দৃশ্যপট পরস্পর
যাচ্ছে হেঁটে সেই-সে পরী, প্রদীপ জ্বালছে মাটির ঘর।।
এখন রুটিন জীবন যাপন, দিনগত টাইমপাস
প্রেম-পরিণয় ভালবাসার মায়াচ্ছন্ন স্বপ্নবিলাস
ঝিমোয় আড়াল ভীরু বিড়াল , পরস্পরকে সমঝে’ চলি
সন্তর্পণ সতর্কতায় , ভাব-অভাবের কানাগলির
গোলক-ধাঁধায় হড়কে’ যাওয়া হন্যমানে হতোদ্যম
ছিলিম-লতার কলকেগুলোয় পরাভবের ঢাকছে শরম ,
মরম বড়োই বিষম বস্তু , মলম লাগাই আহাম্মুক
আবেগ রোমান্স উদারপন্থা উদ্বায়ী এক অলীক সুখ
হ’য়ে ওঠে কঠোর চড়ায় দৈনিকতার অন্তরাল
হৃদয়-মনের সওদাগরির সাতনরিহার খোওয়াব-জাল
দুঃসাহসের ভেলায় ভাসে , ভাগ্যদোষের দিল-বাহার
পালকি চলে পালকি চলে বিদগ্ধ সুখ-দুখ-শ্লাঘার ।।
প্রগল্ভ কথা বলি , তুমি এলে
প্রেম যেন জেগে উঠে স্রোতে এলেবেলে
চুপচাপ থাকি বিষণ্ণ অন্য সময়
কতো কথা জ’মে থাকে বিরহ -বিষয়
জয় পরাজয় হ’য়ে যাক, ধরা দাও যদি
স্রোতস্বিনী নদী ডাকে কূলের বিরোধী
দরদী হতেই হবে কে বলেছে বলো ?
হবে হও বেদরদী, হাত ধরো , চলো…
দেখে আসি গুমরানো লাভার শহর
শিউরানো সুখ কিছু দ্যায় কিনা প্রগল্ভ প্রহর
হয়তো-বা এলেবেলে জেগে যাবে দ্বীপ
আগুন পরশ পেলে প্রাণের প্রদীপ
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি তার সাথে যেন লিপস্টিক
স্নো-পাউডার আলতা সিঁদুর কাঁচের চুড়ি জরির টিপ
পরীর ছোঁয়া চোলির ছোঁয়া গোয়া মুম্বাই
সায়া শেমিজ
সব কিছুতে মাখামাখি প্রেম পীরিতি বেত্তমিজ,
হিজ-এন-হার একাক্কার কোরা কাগজে অঙ্গুঠায়, —-
সাদা হৃদয় ধার ধারে কি ভাব হিসাবের জগৎটায় ?
জড়িয়ে গেছি আষ্টেপৃষ্ঠে আপাতদৃষ্টে উদাহরণ
লুকিয়ে আছে ফুলের মধ্যে ভুলের লজ্জা লহু-ক্ষরণ ।।
আশায় আশায় বসেই থাকি এই আসলো বুঝি সে
সারা দিনের পথ চাওয়াটায় ব্যাকুলতা যায় মিশে
কাজকর্মের ছড়াছড়ি, পলায়নপর মুহূর্ত্ত
কূল কিনারা করা মুশকিল , বর্ণিল বিমূর্ত
প্রহরগুলো শহর জুড়ে চাকার মতো ঘুরছে,
যাওয়া-আসার অন্তরালে ইচ্ছে-ডানা উড়ছে
উড়ছে এবং পুড়ছে হৃদয় ভয় বরাভয় বিরহ
কোথায় যেন অপাঙ্ক্তেয় অনাদরের আবহ
হন্যে হ’য়ে ঘুরছে মনে সকাল সন্ধ্যা দু’বেলা,
ভালবাসার বনজঙ্গল কখনো কি অবেলা?
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..