প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
একদিন গোগ্রাসে গিলে ফেললাম
এক ঝাঁক পাখির ডানা
আমার জীবনের
স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে
কারও না হয়
নাইবা থাকলো ওড়বার সাধ
যে পাখি ওড়তে জানে না
তার বেঁচে থাকবার অধিকার-হাস্যকর
সেটাকে গ্রিল করে
নাকে একটু সুড়সুড়ি না লাগলে
জিহবাতে লোল না বেরুলে
বড্ড বেশি পাপ পাপ লাগে।
মানুষের মতন
তূমি
তলে তলে
শেকড় কাটো
ভালোবাসার
এক সুপ্রাচীন সম্পর্কে
বারবার ফিরে আসো
সুখ কিংবা আনন্দের
অফুরন্ত ছাড়ে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..