দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
একদিন গোগ্রাসে গিলে ফেললাম
এক ঝাঁক পাখির ডানা
আমার জীবনের
স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে
কারও না হয়
নাইবা থাকলো ওড়বার সাধ
যে পাখি ওড়তে জানে না
তার বেঁচে থাকবার অধিকার-হাস্যকর
সেটাকে গ্রিল করে
নাকে একটু সুড়সুড়ি না লাগলে
জিহবাতে লোল না বেরুলে
বড্ড বেশি পাপ পাপ লাগে।
মানুষের মতন
তূমি
তলে তলে
শেকড় কাটো
ভালোবাসার
এক সুপ্রাচীন সম্পর্কে
বারবার ফিরে আসো
সুখ কিংবা আনন্দের
অফুরন্ত ছাড়ে।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..