পাপ ও শয়তান

আশরাফুল হক
কবিতা
পাপ ও শয়তান

পাপ

একদিন গোগ্রাসে গিলে ফেললাম
এক ঝাঁক পাখির ডানা
আমার জীবনের
স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে
কারও না হয়
নাইবা থাকলো ওড়বার সাধ
যে পাখি ওড়তে জানে না
তার বেঁচে থাকবার অধিকার-হাস্যকর
সেটাকে গ্রিল করে
নাকে একটু সুড়সুড়ি না লাগলে
জিহবাতে লোল না বেরুলে
বড্ড বেশি পাপ পাপ লাগে।

 

শয়তান

মানুষের মতন
তূমি
তলে তলে
শেকড় কাটো
ভালোবাসার
এক সুপ্রাচীন সম্পর্কে
বারবার ফিরে আসো
সুখ কিংবা আনন্দের
অফুরন্ত ছাড়ে।

জন্ম ২৬শে মার্চ টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায়। কথা বলতে শেখার আগেই গান গাওয়া। জীবনের প্রথম গান একটি শব্দ দিয়ে- মাটি, মাটি, মাটি। পড়ালেখা - পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আর সিস্টেম ব্যবস্থাপনায়। স্থায়ী নিবাস- সাভার।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..