পিক দ্য পয়েন্ট

তুলি রায়
কবিতা
Bengali
পিক দ্য পয়েন্ট

নীপবন

অথাৎ সিদ্ধান্তে উপনীত হলে
সর্ম্পকে থৈ থৈ নামে
তরঙ্গ গুনতে গুনতে প্যালট ধুয়ে ফ্যালে রং
চড়াইবসতের নামটা পাখি রেখেছিল যে বা যারা
বৈঠক’খানায় তাদের চায়ের চাঁদ নামে
কুণ্ডলী পাকিয়ে সময়েরা উড়তে থাকে
নিভু নিভু বার্তালাপের মাঝে
লাস্ট ট্রেনটা স্টেশন ছেড়ে যায়

 

পিক দ্য পয়েন্ট

এমনটা ভাববো বলে বড় ভাবনা হয় আজকাল
বালিয়াড়ি ভেদ করে যে সূ্র্যটা ওঠে
তার রং ঈশৎ লাল
অথচ সে আমার ভাবনা ভেদ করে উত্তীর্ণ হতে পারে না
শাদা আলোতে বুজে আসে চোখ
তখন আর ভাবনা’টা থাকে না
যা ভাবতে চেয়েছি
আর ভাববো না ভেবেছি
তারা তখন সমান্তরাল অবস্থানে

 

অসুখ

এই বেশ হলো
ছোঁয়াছুঁয়ি’র খেলায়
মনে মনে তোষণ করছি
মুছছি, মুছে যাচ্ছি
যত পাপ লেগে ছিল
গভীর অসুখে ক্রমশ ছেড়ে দিচ্ছি আগল
যন্ত্রণা তুমি প্রবেশ করো
লেহন করো আমায়
আলিঙ্গনের দুরমুশে চূর্ণবিচুর্ণ করে যাও
ইহলোক পারাপারে
দোহাই তোমার
ছুঁয়ে দিওনা আর

তুলি রায়। কবি। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..