প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
দারবিশ
অধিকার আক্রান্ত হলে দারবিশ জেগে ওঠে
কবিরা বিপ্লবী হয় দারুণ সংকটে।
অতিক্রান্ত অধিকার চিনে ঠিক সময়ের বিষ
কবিতায় বিপ্লব হলে সব কবি দারবিশ।
২
দারবিশ হয়ে ওঠে কাব্য অপার দারবিশ হৃদয়
প্রতিটা শব্দ শেষে বুলেট মনে হয়।
দারবিশ যুদ্ধ দেখেছেন, কাব্য লিখেছে গুলি
আমার উঠোনে ফিরছে দারবিশ দিনগুলি।
কথামৃত
বিষাদ কথামৃত থাক, আলোর কথা শুনি
শোনা যাক প্রাপ্তিযোগ, তার জয়ধ্বনি…।
পৌরুষ হেরে গেলে বৃহন্নলা ফানুস ওড়ে
হাহাকার উল্লাস হয়, বিপন্ন অবসরে…।
রাত্রি গলে যায়, যেমন নরম মোম গলে
চিৎকার শীৎকার হয় নিরাময় কৌশলে।
শপথের কথা থাক, প্রত্যাঘাতে ফেরা জয়
প্রতিটা আঘাত লিখে রাখে ঠিক পরাজয়।
জল বিষয়ক
করতলগত হোক তোমার মুখ, আজলে যেমন জল
জলেতে তোমার মুখ, বিষাদ টলমল…
২
জল নিয়ে কথা বলি, অশ্রু নয়
ভয়ে ভয়ে থাকি, কখন তোমার চোখ মনে হয়…
৩
জল বয়ে যায়, পাথর ও মাটি চিহ্ন ধরে থাকে
জল বয়ে যায়, তরল স্মৃতি অত কি মনে রাখে…
৪
জলের রঙ নেই কিংবা রঙের নেই কোনো জল
জলের দরকার পাত্র, অপাত্র অচল…
৫
আয়নার বিকল্প জল নয়, জলে কাঁপে ঢেউ
দৃশ্যটা নাড়াতে পারো তুমি, যখন যে কেউ…
পেন্সিল
একটা পেন্সিল খুঁজি, পেন্সিল
পেন্সিলে লেখা প্রেম ইরেজার মুহূর্তে মুছে দিতে পারে
তুমি ইরেজার
প্রণয় লেখা হোক পেন্সিলে
২
একটা পেন্সিল খুঁজি, পেন্সিল
ঈশ্বরের হাতে ধরিয়ে দিই, ভাগ্য লেখা হোক পেন্সিলে
মুছে দিতে
মানুষেরা ইরেজার হয়ে উঠুক
৩
একটা পেন্সিল খুঁজি, পেন্সিল
বিরহ লেখা হোক পেন্সিলে, সকল বিষাদ এবং না পাওয়া
সময় শিখুক
ভুলে যাওয়া নয়, ইরেজার মুছে দিতে জানে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..