প্রকৃতির ছায়া

কাদের চৌধুরী
কবিতা
প্রকৃতির ছায়া

তুমি তো তুমিই

বিশ্বের সব গন্ধ আবদ্ধ আমার শ্বাসে
কর্ণফুলীর নাভিমূলে কত আবেগের জাহাজ আসে
কোণটাই তোমার মত নয় …

ঝিলের স্বচ্ছ জলের গভীরে
মাছ রাঙ্গা পাখি উড়ে
প্রজাপতি নাচে আত্মাহুতিতে
কুমারী ফুলের যোনিতে
কোণটাই তোমার মত নয় …

মাধবকুণ্ডের জলজ ধ্বনি
মালিনীছড়ার সবুজ বিছানা
বিছনাকান্দি নদীর সঙ্গম
হিমছড়িতে প্রশান্তির অর্চনা
কোণটাই তোমার মত হয় না …

আকাশের পথে স্বর্গ-সুন্দরীর বিনয়
উত্তর মেরুতে বরফ জলে মৎস্য -প্রনয়
কোণটাই তোমার মত নয় …
হাশরের ময়দানে মহাবিচারপতির পদচুম্বন
ভোরেরে আলোয় বৌদ্ধের পদ্মাসন
কোণটাই তোমার মত নয় …

আজ –
ওরা হিরণ্ময় মরীচিকা খোঁজে আদিম বালিয়াড়িতে
রহস্যকে খোঁজে মহা শূন্যতার ঔরষে
তবে তুমি তোমার মত নগ্ন স্পর্শে নয় …

প্রকৃতির ছায়া

পৃথিবীতে প্রকৃতির ছায়া আর নেই আজকাল।
আফ্র-এশিয়া নদীর হাঁটু জলে হাটে নরকঙ্কাল
বন- বাদাড় পাহাড় সব সাবাড়
পোকা মাকড়ের সর্বত্র করুন হাহাকার
তৃষিত মাছ চলছে হামাগুড়ি দিয়ে
বৈষ্ণবীরা ছেড়েছে সংসার, সবাইকে কাঁদিয়ে
বাঙলায় পুরাকালের নির্মল আত্মীয়তা নেই
এ গ্রহে আর এক গ্রামও মনুষ্যত্ব নেই।

জীবনান্দ জসীম উদ্দিনের সে বাঙলা নেই,
রবিঠাকুরের পাখিরা আজ পাখা মেলেছে মঙ্গলে,
নজরুলের সুন্দরীরা চন্দ্রে শরীর খুলেছে দলে দলে,
এ গ্রহে আর প্রকৃতির বসতি নেই
কেননা ওই মানুষ আর মানুষ নেই
মগজের কোষে আর বিবেক নেই।

মহাদূতের আত্মা ব্রহ্মাণ্ডল ঘোরে বললঃ
চন্দ্র মঙ্গলে কত শত পাহাড় জংগল
অদৃশ্য আকাশের তলে ঝিলে জলপোকা
ইমেইলে বলেছে, নবমনুষ্যের রচিত স্বর্গসুখ
ওখানে আছে নিদ্রাহীন প্রেমিক-প্রেমিকা
চন্দ্র গ্রহণে ফিরে দেখেছে পৃথিবীর রুক্ষ মুখ –
ওখানে কোণ ধর্ম নেই বর্ণ নেই ঈশ্বর নেই
বাদ-মতবাদ তন্ত্র- মন্ত্র দুঃশাসন কিছুই নেই
কোণ যুদ্ধ বা রাজনীতি রাজা মহারাজা নেই
ওখানে কারগার নেই, বৃদ্ধাশ্রম নেই
বয়সের কোণ হিসাবও নেই
ওখানে প্রকৃতিই হল প্রভু
মানুষ আর পাখি এক সাথে খেলে
মাছ আর প্রজাপতি এক সাথে গায়
ওখানে ছেলেমেয়ে নাতিপুতি বলে কিছুই নেই
সবাই বন্ধু প্রেমিক-প্রেমিকা ঐ মঙ্গলতলে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..