প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে কবিতা লিখে কিশোর বেলায় ফেরার হন আল মাহমুদ। তিনি চিরনিদ্রায় শায়িতও হন ভাষার মাসে। ১৫ ফেব্রুয়ারি আল মাহমুদের প্রয়াণের পর তার লেখা ‘একুশের কবিতা’ বারবার এসেছে আলোচনায়। কবিতাটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকা-কলকাতার বেশ কয়েকজন বাচিক ও কণ্ঠশিল্পী। এরমধ্যে বিশেষভাবে বিখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের গান।
আল মাহমুদের লেখা সেই কবিতা:
ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত।
হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে!
প্রভাতফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা।
চিনতে না কি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে মুক্ত বাতাস কিনতে?
পাহাড়তলীর মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পরলো তারই ভগ্নী।
প্রভাতফেরি, প্রভাতফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।
আল মাহমুদের লেখা সেই কবিতা প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন:
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..