প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
টি এস এলিয়ট এর ‘When you are Old’ এবং ‘A Drinking Song ’ এর অনৃুবাদ
তুমি যখন প্রবীণা চুলে জমেছে ধূসররঙের ছায়া
তন্দ্রায় কাটে সমস্ত সময়,
উনুনের উষ্ণতার পাশে বসে,
বইটি তুলে নাও,
ধীরে ধীরে পাতাগুলো উল্টাও,
এবং দেখ তোমার একদা শান্ত দৃষ্টিতে যে স্বপ্ন ছিল,
এবং তার গাঢ় ছায়াগুলো;
কত প্রেম এলো গেল, তোমার যখন তারুণ্য
তারা ভালবেসেছিল তোমার রূপ লাবণ্য,
কিন্তু তা কি সত্যি ভালবাসা ছিল,
অথচ একজন তোমার ভিতরের তুমিকে ভালবেসেছিল,
এবং ভালবেসেছিল সেই মুখের উপর দু:খের ছায়াগুলো;
আর উজ্জল গরাদের পাশে ন্যূব্জ
ভারাক্রান্ত মর্মর ধ্বনি বলতে চেয়েছিল
কিভাবে ভালবাসা দূরে পাহাড়ের ওপাড়ে
উড়ে যায়
এবং নক্ষত্রের ভিড়ে মুখ লুকায়॥
পানপাত্রের গান
মদিরার স্বাদ থাকে মুখে
প্রেমের রুপ দেখি চোখে;
তাহাই সত্য বলে জানি
প্রাজ্ঞ ও প্রয়াত হবার আগে।
পানপাত্র মুখে তুলি,
তোমার পানে নয়ন মেলি,
এবং এক দীর্ঘশ্বাস ফেলি॥
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..