প্রভাতের রোদ্দুর

এস এম মিঠূণ
কবিতা
Bengali
প্রভাতের রোদ্দুর
আমি জন্মেছি একটু আগে,আমি জন্মাই সবার আগে
পবিত্র পূজার ঘ্রাণ ভূ’মাটির বুকে
মন, মাটির মন ষড়ঋতু র মতন
দেহের মধ্যে লুকিয়ে রোদ্দুর, প্রভাতের রোদ্দুর খেলে।
শরতের শেষ সবুজাভে, সবুজ সজীব ঝলমলে
কাঁচা ছোট বড় পরিণত, অপরিণত
সব বৃক্ষবংশের পুরো শরীর জুড়ে
রোদ্দুর, প্রভাতের রোদ্দুর খেলে।
প্রভাতের থমথমে জল,সবুজ জলে
অক্সিজেনের অভাবে মতস্যবংশ
পানির উপরি ভাগে টিপ্পনী,ঢেউ হয়ে দোলে
রোদ্দুর, প্রভাতের রোদ্দুর খেলে।
খুব সম্ভবত,প্রিয় মৃত বন্ধুর
বুকের উপরে কাঁচা মাটির
শরীর বেয়ে, গঁজানো সবুজ ঘাসের উপরে
রোদ্দুর,প্রভাতের রোদ্দুর খেলে।।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ