আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
বাইরে তারস্বরে অট্টহাসি,
স্নানঘরে মুখ গুঁজে আর্তনাদ!
চল বেড়েছে “আমি তোমায় মিথ্যে ভালোবাসি…”
বেড়েছে অনুভূতিদের গর্ভপাত।
একে একে শেষ হয়েছে সম্পর্ক
বর্তমানে গেলাম এবার প্রাক্তন ভোলাও,
আবার বর্তমান ভোলানো নাকি ভবিষ্যতের কর্তব্য
মন বলেছে -” সাবধান, সর্বসমক্ষে কান্না লোকাও!”
মাধ্যমিকের গন্ডি পারে সেদিন
প্রথম পাওয়া পুরস্কার,
প্রিয় সে কলম যতই হোক প্রাচীন
যেখানে তার টেকনোলজির তিরস্কার।
আমার কলম আমার অস্ত্র
যেখানে সভ্যতা কুঁজো মেশিন-কীবোর্ড ভারে,
তৈরি তাতে আমার শাস্ত্র
আমি ধারণ করেছি তারে।
কাব্য রচনায় সাক্ষী তুমি
নতুন সৃষ্টির জন্মদাতা ,
কাগজ-কলমে শ্রেষ্ঠ জুটি
সাহিত্যে কলম পিতা হলে কাগজ হয় মাতা।
নানা প্রত্যাখ্যান , নানা সম্পর্কের বিলুপ্তি
চোখের মিথ্যে প্রতারণা!
প্রমাণিত ” ভালোবাসা নাকি অন্ধ” প্রাচীন বিজ্ঞপ্তি।
পরিবার ত্যাগিলাম “তার” সম্মানস্বার্থে ,
তারা সঠিক, ছিল অজানা
সর্বহারা হলাম ” তার” স্বার্থ রক্ষার্থে।
সম্পর্ক ভাঙে তবে মিথ্যে প্ররোচনায় নয়!
ভালোবাসা দিয়েও ভুল মেটানো যায়।
দেখেছি ঐচ্ছিক শক্তি তার দুর্বল ,
তবে আমি বাদে অন্য সম্পর্কে তা প্রবল।
প্রাক্তন তুমি প্রাক্তন নও,
অজানা দুঃস্বপ্ন আমায় মুক্তি দাও।
হঠাৎ দেখা অন্যভাবে
বিপরীতে তুমি ,
একইরকম সবটা আছে
বদলাইনি আমি।
তবুও যেন সব আলাদা
সবকিছুর নাকি পরিবর্তন !
কারন সম্পর্কে আজ তুমি “অতীত” আমি “প্রাক্তন” ।
প্রথম দেখার সেই
নীল পাঞ্জাবি!
আজও দেখি একই বেশ
তোলা আছে রঙিন দিনের ওই ছবি ।
আমার পড়নের কালো শাড়ি
তোমার পছন্দের রঙ!
আজ বুঝলেম রঙ বোঝা বড্ড ভারী ,
জানি আজ সবকিছুর পরিবর্তন,
কারন সম্পর্কে এখন তুমি “অতীত” আমি “প্রাক্তন”।
তুমি আমি মুখোমুখি
শুধু তোমার পাশে অন্য কেউ!
মাথায় তার আমার প্রিয় সূর্যমুখী,
বুঝেছি তোমার সমুদ্রে আমার বিকল্পে অন্য কেউ…
শুধু আমিই দেখি একা
চারপাশে সব শুন্য, রাজ্য আমার ফাঁকা!
সত্যিই আজ সব পরিবর্তন
কারন সম্পর্কে এখন তুমি “অতীত” আমি “প্রাক্তন”।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..