প্রিয়তম, আমি আছি তোমার

মাসুদ রানা
কবিতা
প্রিয়তম, আমি আছি তোমার

প্রিয়তম,
আমি আছি তোমার মান অভিমানে।
আমি আছি তোমার বেসুরো গলার গানে।
প্রিয়তম,
আমি আছি তোমার সরল সোজা আমন্ত্রণে।
আমি আছি তোমার যোগ বিয়োগ গুননে।
প্রিয়তম,
আমি আছি তোমার রাগ অনুরাগে।
আমি আছি তোমার সুযোগ সোহাগে।
প্রিয়তম,
আমি আছি তোমার আশেপাশে।
আমি আছি তোমার কাছে কাছে।
প্রিয়তম,
আমি আছি তোমার কলহ বিরহে।
আমি আছি তোমার সন্ধানে সন্দেহে।
প্রিয়তম,
আমি আছি তোমার চাওয়া পাওয়ায়।
আমি আছি তোমার আসা যাওয়ায়।
প্রিয়তম,
আমি আছি তোমার সুখ দুঃখে।
আমি আছি তোমার চোখে মুখে।
প্রিয়তম,
আমি আছি তোমার শুন্যতা পরিপূর্ণতায়।
আমি আছি তোমার সম্পদ স্বল্পতায়।
প্রিয়তম,
আমি আছি তোমার নিশ্বাসে বিশ্বাসে।
আমি আছি তোমার আশ্বাস প্রশ্বাসে।
প্রিয়তম,
আমি আছি তোমার নির্দেশ নীরবতায়।
আমি আছি তোমার মিষ্টি তেতো কথায়।
প্রিয়তম,
আমি আছি তোমার কান্না ঘৃণায়।
আমি আছি তোমার অবহেলা হিংসায়।
প্রিয়তম,
আমি আছি তোমার ঝগড়া নালিশে।
আমি আছি তোমার বালিশ মালিশে।
প্রিয়তম,
আমি আছি তোমার চুলকানি কানাকানিতে।
আমি আছি তোমার বকবকানি বাণীতে।
প্রিয়তম,
আমি আছি তোমার পিছু পিছু।
আমি আছি তোমার কিছু কিছু।
প্রিয়তম,
আমি আছি তোমার কাছাকাছি।
আমি আছি তোমার পাশাপাশি।
প্রিয়তম,
আমি আছি তোমার ঝুড়ি চুড়িতে।
আমি আছি তোমার নাক ফুল দুলেতে।
প্রিয়তম,
আমি আছি তোমার দূরত্ব দ্বৈরথে।
আমি আছি তোমার মত অমতে।
প্রিয়তম,
আমি আছি তোমার অভিযোগ অভিনয়ে।
আমি আছি তোমার সবিনয় বিনিময়ে।
প্রিয়তম,
আমি আছি তোমার অনুরোধ অনুভবে।
আমি আছি তোমার সুবোধ স্বভাবে।
প্রিয়তম,
আমি আছি তোমার দোটানা দোষে।
আমি আছি তোমার সৌন্দর্য্য সুভাসে।
প্রিয়তম,
আমি আছি তোমার বিপদ আপদে।
আমি আছি তোমার আনন্দ আহ্লাদে।
প্রিয়তম,
আমি আছি তোমার উৎসাহ উৎসবে।
আমি আছি তোমার পত্র পল্লবে।
প্রিয়তম,
আমি আছি তোমার লাভ ক্ষতিতে।
আমি আছি তোমার মজা মাস্তিতে।
প্রিয়তম,
আমি আছি তোমার অভাব স্বভাবে।
আমি আছি তোমার লাভ লোভে।
প্রিয়তম,
আমি আছি তোমার জ্ঞান অজ্ঞানে।
আমি আছি তোমার মন প্রাণে।
প্রিয়তম,
আমি আছি তোমার সকাল বিকালে।
আমি আছি তোমার তাল বেতালে।
প্রিয়তম,
আমি আছি তোমার জয় পরাজয়ে।
আমি আছি তোমার পরামর্শ পরিচয়ে।
প্রিয়তম,
আমি আছি তোমার স্বাধীন পরাধীনে।
আমি আছি তোমার অধিকার অধীনে।
প্রিয়তম,
আমি আছি তোমার যোগ্যতা অভিজ্ঞতায়।
আমি আছি তোমার মায়া মমতায়।
প্রিয়তম,
আমি আছি তোমার শক্তি সাহসে।
আমি আছি তোমার হাওয়া বাতাসে।
প্রিয়তম,
আমি আছি তোমার বিচার অবিচারে।
আমি আছি তোমার অন্যায় অত্যাচারে।
প্রিয়তম,
আমি আছি তোমার ছায়া শরীরে।
আমি আছি তোমার দৃষ্টি নজরে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..

সীমানার শর্ত

বিজ‌য়ের সব মুহূ‌র্তেই… তার অ‌ধিকার! কেন্দ্র হোক আর কেন্দ্রা‌তিগ ব‌লের আসন; কেউকেউ বোরকায় রমনীয় স‌ঙ্গানুসঙ্গের;…..