প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
প্রেমিক
হয়তোবা
তাকে আমি গড়তে পারতাম
তার বুকের ভিতর
এপাশ থেকে ওপাশে
উল্টে
নতুন একটা বুকের জন্ম দিতাম
মাটি দিয়ে এঁকে দিতাম
তার দেহাবয়ব
দক্ষ কুমোরদের মতো
সময় পেলেই বুঝিয়ে দিতাম
প্রেমিক পুরুষদের বুকে কীরকম যন্ত্রণা হয়
আশ্রয়
বুকের কোথাও আশ্রয় নেই।
মেহগনির বাতাসে কাঁপছে বালিকার ঠোঁট
অবিশ্বাসের শীতলতা। এক মুঠো নক্ষত্র নিয়ে দাঁড়িয়ে আছি!
যদি আবার ভোর হয়! কুয়াশার চিবুকে দেবো
গাঢ় চুম্বনের রেখা
উন্মুক্ত শিহরণ যদি ধরতে পারো
বুঝে নিও, সে আমার শরীর।
আফ্রোদিতি
তুমি আফ্রোদিতি নও
শরীরে বঞ্চনার নগ্ন উল্লাস
দেখি
আমি প্রার্থনারত
শিহরিত রক্ত কণিকার
পুঞ্জিভূত ক্ষোভ!
তুমিই আফ্রোদিতি
মশাল হাতে
আমার নিলামে তোলা যৌবন
ভিঞ্চির তুলির লাস্যময়ী -তুমিই
আমার প্রথম শরীর পাঠ!
ধূসর বিকেল নামে
হেমন্তে ক্ষয়ে যায় বৃক্ষের বুক
চৌচালা ঘর
অফুরন্ত সময় মাপি রাত্রির খামে!
ধূসর বিকেল নামে ।
খোলা বুক নামহীন অজস্র গান
কাঁটাতার
লোমশ বুক তার পানকৌড়ির টানে
ধূসর বিকেল নামে!
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..
স্মৃতি চাঁদের আজ দুঃখ পাবার কিছু নেই ! সবুজ পৃথিবীতে আজকের এই বিকেলে আকাশে উড়ে…..