প্রেমের কবিতা 

অলক্তিকা চক্রবর্তী
কবিতা
Bengali
প্রেমের কবিতা 

প্রেমের কবিতা 

যা কিছু পাষাণ,
মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি

পালানো ঘাতক সময় কেমন
বৃন্তচ্যুত
সেইসব সোহাগের কথামালায় লটঘট শব্দটায় আপত্তি
তবে আশনাই থাকতে দোষ কি

কেমন পৃথক পৃথক গুরুচণ্ডালী মেনে বয়ে যাচ্ছো জীবন,
হতাশায় কাবু হয়ো না

এসো মেনে নাও
এটাও সেই প্রেমেরই এক অংশ … এ শূন্যতা… এ বিচ্ছেদ

দ্যাখো তো তারার আলোয় কিছু বাষ্প হয়ে ফেরে কী না

 

প্রেমের কবিতা- ২

সায় দেওয়া কিংবা নেওয়াতে আর আলাদা করে
বিন্দু বিসর্গ কিছুই এসে যায় না
তবু তাপের তারতম্য লক্ষ করে যাপন

নিরীহ মসৃন ক্রিয়ায় কিছুক্ষণ স্তব্ধ … গভীর ভাবে বিভোর,
ব্যাস এইটুকুই

জ্বলে যাক বাদবাকি
রক্তমাংসের এই খোলটাকে দেহ ভেবে ভুল করা বৈ তো নয়

এসো পারঙ্গমী কৌশল
যাকে প্রেম ভেবে ভুল করেছি

দাও , কতো দাউ দাউ দেবে দাও…

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

যাযাবর

যাযাবর

যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..