দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা
যা কিছু পাষাণ,
মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি
পালানো ঘাতক সময় কেমন
বৃন্তচ্যুত
সেইসব সোহাগের কথামালায় লটঘট শব্দটায় আপত্তি
তবে আশনাই থাকতে দোষ কি
কেমন পৃথক পৃথক গুরুচণ্ডালী মেনে বয়ে যাচ্ছো জীবন,
হতাশায় কাবু হয়ো না
এসো মেনে নাও
এটাও সেই প্রেমেরই এক অংশ … এ শূন্যতা… এ বিচ্ছেদ
দ্যাখো তো তারার আলোয় কিছু বাষ্প হয়ে ফেরে কী না
প্রেমের কবিতা- ২
সায় দেওয়া কিংবা নেওয়াতে আর আলাদা করে
বিন্দু বিসর্গ কিছুই এসে যায় না
তবু তাপের তারতম্য লক্ষ করে যাপন
নিরীহ মসৃন ক্রিয়ায় কিছুক্ষণ স্তব্ধ … গভীর ভাবে বিভোর,
ব্যাস এইটুকুই
জ্বলে যাক বাদবাকি
রক্তমাংসের এই খোলটাকে দেহ ভেবে ভুল করা বৈ তো নয়
এসো পারঙ্গমী কৌশল
যাকে প্রেম ভেবে ভুল করেছি
দাও , কতো দাউ দাউ দেবে দাও…
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..
মাস্তুলপাড় পুরোনো আয়নার কাছে হাল ছেড়ে রেখেছি । মাস্তুলপাড় । ঝাঁপাতে হবে বলে কেঁপে যায়…..