ফেব্রুয়ারি সংখ্যা প্রকাশ প্রসঙ্গে
অংশুমালী

অংশুমালীর সম্মানিত লেখক ও পাঠকদের জ্ঞাতার্থে জানাচ্ছি, অনিবার্য কারণবশতঃ চলতি সংখ্যা ১ ফেব্রুয়ারির বদলে আগামী ৯ ফেব্রুয়ারি প্রকাশ হবে। লেখক ও পাঠকদের সাময়িক অসুবিধার জন্য অংশুমালী দুঃখ প্রকাশ করছে।
আশাকরি কয়েকদিন বিলম্বের বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
অংশুমালী পড়ুন, ও অন্যদের পড়তে উৎসাহিত করুন। অংশুমালী আপনার সাহিত্য পত্রিকা।