প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম
উড়তে থাকে কাঁটাতারে;
মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ
বিকল্প মেঘের সমহারে।
মেঘ শুধু কান্না নয়, নয় অশ্রুজল
ঝড়ও লুকানো রয়, সাথে বজ্র অনল;
শ্রীজাতের জাত ঠিকই চিনি, চিনি তাকে
সুবেশী শব্দমালায় সাপেরা লুকানো থাকে।
বিষ নামানোর সব মন্ত্র, সেও আছে জানা
আঁধারের সাপ, জানি যে তারও সংহার;
অন্ধকারে বিছিয়ে রাখি প্রতিরোধের চোখ
ফেলানির লাশের কসম, কসম খোদার।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..
স্মৃতি চাঁদের আজ দুঃখ পাবার কিছু নেই ! সবুজ পৃথিবীতে আজকের এই বিকেলে আকাশে উড়ে…..