প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
দেবী না পরিণীতা
রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ
অন্ধকার মানে রাত;
তাহলে অন্ধকার নিজেও একা
জমে দোটানা সংঘাত!
চিৎকার শীৎকার হোক
যুদ্ধ হোক, বিনা রক্তপাতে;
থেমে থাকা সময় চলুক
প্রত্যাঘাত ও অভিসম্পাতে!
দেবী সেও বিনাশীনি
ত্রিশূলে কিংশুক একাকার;
তোমাকেও দেবী মানি
জিঘাংসায় প্রণত সংহার!
শক্তিরূপীনি তুমি, জানি তো
সর্বময় বিনাশের রূপ;
রাখি গিলোটিনে গলা
ত্রিশূলের আঘাতে নিশ্চুপ!
কতটা পরীক্ষা চাও বলো
পুরুষও হয়েছে আজ সীতা;
পাথর প্রতিমা তুমি, দেবী
হওনি কখনো তো পরিণীতা।
ফ্রেম
অদিতি একখান ফ্রেম
মিমি হলো ছবি;
কবিতার মতো প্রেম
লিখে ওঠে কবি!
পঙক্তি চার
কিনে ফেলি, হলুদ রুমাল
চলো হলদে বিকেলে জন্ডিস হয়ে যাই;
কিনে ফেলি, হলুদ যন্ত্রণা
চলো হলদে বিকেল, আবার ফিরে চাই।
২
তোমাকে বিলাপ বলে মনে রাখি
ক্রন্দনের সুরে;
বিরহ জাগানিয়া বাঁশির ব্যথা
নিয়ে যাক দূরে।
৩
কত দূরে যাবে, কতটুকু যাওয়া যায়
যায় না তো, যায় না তো;
যেতে গেলে হয়, পরাহত বুক
আরো খানিকটা আহত।
৪
অদিতি তোমাকে জানি
যতটা জানে কুচবিহার তারচেয়ে;
কলকাতা খানিক জানে
তারও বেশি জেনেছি তোমাকে মেয়ে।
৫
মিমি ডাকনাম, ভুলেছি যাতে
দেখা হবে এবং রতি সাক্ষাতে;
ভুলেছো তুমি, আমি নই একচুল
দুঃখটা মিমি, অদিতিতে কবুল।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..