প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বরফ ঘুম
উষ্ণতা অবজ্ঞা করে
আচ্ছন্ন হলে অন্য ঘুমের মায়ায়
আমাদের বাঁধন ছিঁড়ে–
ফিরে গেলে ক্ষণিকের অতিথি আমার
কোনো ব্যাকুলতায় সাড়া দেওয়া নিষেধ
বরফ ঘুমের পূর্ণগ্রাসে তলিয়ে গেছো
তোমার নিথর দেহে ভেজা চোখে
কে চুলে বিলি কাটে
মুখমণ্ডল ছুঁয়ে দেয় কোমল ভালোবাসায় ?
চিরকালের উপমাায়িত নাম ধরে
কে আর্তনাদ করে
দেখলে না একটিবারও…
সব নৈরাশ্যের ভার অবলীলায় চাপিয়ে কোথায় পালালে সাংবাদিক !?
বন্দি জীবন
প্রতিদিন মরে মরে বেঁচে উঠি
প্রিয়জনের মৃত্যুতে আজ আর বিচলিত হতে পারি না
চোখের উঠোন বন্যায় প্লাবিত
উথলে ওঠা জলে নতুন জলের
জায়গা কোথায়?
প্রতিবেশীর নতুন বাড়ির ছাদে
নানান রঙের ফুলের সমারোহ
ধুসর চোখে ঝাপসা দেখি
শিকলে বন্দি জীবন দিয়ে গেছে উপহার
চলা বলার অক্ষমতায় হারিয়েছি নিজস্বতা
নিজের বলে কিছু নেই অবশিষ্ট
জীবনের চারপাশে মৃত্যুর বাঈজীর নাচ
জন্মদিনের কেকটাও কেমন বিভৎস দেখায়।
চাবি
দরজার কার্নিশে থাকা চাবিটিও
তোমার অপেক্ষায়
একে অপরের নিঃসঙ্গতার পরিপূরক
আমাদের অভিসারের সাক্ষী হয়ে
তারও আছে বটগাছের এক দীর্ঘ আত্মকাহিনি
স্মৃতি জাগানিয়া অনন্ত দুখের স্তবক
কতদিন ধরা হয়নি তাকে
দরজার ফাঁকে হয়তো সেও উঁকি দেয়
প্রধান ফটকের কাছে এসে
একবার যদি জানিয়ে দাও
তোমার আগমনী বার্তা..
মনুষ্য জীবন চাই
আমাকে বদলে দিলে
মানুষ থেকে বিধবা উপমায়
অ্যাকুরিয়ামে ভাসা মাছ হয়ে
এদিক ওদিক ছুটি
তেজহীন অক্ষমতায় ভাঙতে পারিনা
কাচের রঙিন দেয়াল।
নুড়ি পাথর আর কৃত্রিম প্রকৃতির সাথে অনন্ত বসবাস।
আলোর স্রোতে খুঁজি আকাশে মেঘের ভেলা
নিয়তির কারসাজিতে এ কারাবাস অজান্তে হয়ে গেলো বন্দি ঠিকানা।
তোমার পায়ের ধুলো যে পৃথিবীর বুকে
সে পৃথিবীতে আজ ব্যর্থ বেদনায় অস্পৃশ্য মননে
দুঃস্বপ্নের স্মৃতি হয়ে মুখ থুবড়ে পড়ে আছি।
পৌষের শীতের তিমির অন্ধকারে
আর একবার স্বাদ নিতে চাই
তোমার উত্তাপে মনুষ্য জীবন…
স্বপ্ন ভঙো
মুহূর্তেই এক শতাব্দীর
স্বপ্ন দিলে বুনে
দিনের শেষে ঘোর ভেঙে যায়
সব কাটে তার ঘুণে।
এইতো জীবন রঙিন নেশায়
কষ্ট কষ্ট খেলা
মাতাল চোখের করোটিতে
কেন ভাসালে ভেলা?????
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..