দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
ভোর
ভোর
অথবা হবে হবে ভাব।ভাতাজীবি এই যুবক প্রহরে কিছু আলো কিছু অন্ধকার নিয়ে হাঁটা প্র্যাক্টিস হচ্ছে।
বর্ষা
হে প্রিয় বর্ষার প্রতিশ্রুতি দাও
যেভাবে নি:স্ব হয়েছি বারবার
পাতাঝরা ঋতুতে জলে ঝড়ে
মিথ্যে হোক তবু বলো ভালোবাসি
নদী
বর্ষায় বর্ণনায় আসে প্রশস্ত এক নদী
শীতে শুকিয়ে যাওয়া তন্বীর মতো সে হারিয়ে যায় কোনো এক কুম্ভ মেলায়
তাঁকে খুঁজে পেতেই এই
বর্ষার আবাহন
মল্লিকার্জুন মনসুর
মল্লিকার্জুন মনসুর একদিন আমার কানে বিষ ঢেলে দিয়েছেন
আমি ভালোবাসার উচ্চারণ গুলো ভুল করে শিখে নিয়েছিলাম।
অপেক্ষা
আমার পাগলীর অপেক্ষাগুলো বরফ হয়।
আমি ফিরতে ফিরতে তার চোখ শুকিয়ে যায়।সে অন্তহীন প্রহরে ঘুমিয়ে পড়ে
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..