প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ভোর
ভোর
অথবা হবে হবে ভাব।ভাতাজীবি এই যুবক প্রহরে কিছু আলো কিছু অন্ধকার নিয়ে হাঁটা প্র্যাক্টিস হচ্ছে।
বর্ষা
হে প্রিয় বর্ষার প্রতিশ্রুতি দাও
যেভাবে নি:স্ব হয়েছি বারবার
পাতাঝরা ঋতুতে জলে ঝড়ে
মিথ্যে হোক তবু বলো ভালোবাসি
নদী
বর্ষায় বর্ণনায় আসে প্রশস্ত এক নদী
শীতে শুকিয়ে যাওয়া তন্বীর মতো সে হারিয়ে যায় কোনো এক কুম্ভ মেলায়
তাঁকে খুঁজে পেতেই এই
বর্ষার আবাহন
মল্লিকার্জুন মনসুর
মল্লিকার্জুন মনসুর একদিন আমার কানে বিষ ঢেলে দিয়েছেন
আমি ভালোবাসার উচ্চারণ গুলো ভুল করে শিখে নিয়েছিলাম।
অপেক্ষা
আমার পাগলীর অপেক্ষাগুলো বরফ হয়।
আমি ফিরতে ফিরতে তার চোখ শুকিয়ে যায়।সে অন্তহীন প্রহরে ঘুমিয়ে পড়ে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..