আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
বলেছিলাম
জেগে ওঠার আগে চলে যেতে বলেছিলাম
যায়নি
রয়ে গেছে আজন্ম, কেটে দেয়া নাড়ির মতো
চিহ্ন রেখে যাওয়া মূলে
যোগ হয় একান্ন জীবন
২
এবং জেগে ওঠার পরে দেখি
শরীর আবদ্ধ এক যৌগিক মরণে
ঋদ্ধ থেকে বৃদ্ধ হয়েছি এক যৌথ সংসার
কেউ কেউ বলে বিষাদের সাথে
৩
অবেলার গান শুনি, বেলা শেষ হয়নি তবু
ইলেকট্রিকের কালে কেউ কেউ প্রদীপ জ্বালে
শখ করে নয়, অবেলার গান শোনার মতন
হাত ফসকে পড়ে যাওয়া কাচের গেলাশ
উষ্ণতা
অভিমান জেগে ওঠে শীতের রাত্রিরে খুব
জানি, মিমিকে ঘিরে আছে উষ্ণতা অপরূপ
থাকা উচিত, থাকুক
উষ্ণতা প্রার্থনাকালে শরীর তাকে মনে রাখুক
২
স্থির হয়ে দাঁড়াও, ক্রমেই হচ্ছো নতজানু
ভাঙা হৃদয়, প্রতিটা টুকরো পরমাণু
স্ফুরিত হবে একদিন দেখো
আমি তো রাখিই, তুমিও আমাকে মনে রেখো
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..