বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
মোহগ্রস্তের মত সাজিয়েছি দিন
পলাশের রঙে একটি একটি করে
মহুয়াগন্ধী সামিয়ানা মাথার ওপরে।
চন্দ্রকলা ভরে উঠেছে জোছনায়
শরীর উপচে তার তরল যৌবন
আবিষ্ট কুহুতান, বসন্তযাপন।
একমুঠো আবীরের প্রতীক্ষা ছিল
এই বসন্তে, তোমার কাছে
মন জুড়ে আদরের রঙছাপ আছে।
হলুদবসন্ত এবার অ্যানিমিক
হাড়-পাঁজরে দমচাপা ভয়
ফাগুনের প্রায় সবকটা লিমেরিক
পারগেশনে খুঁজছে নিরাময়।
আবার মনখারাপের গর্ত থেকে
অবিরাম পিঁপড়ের সারি
নিরন্ন ক্লিষ্ট জীবন খুঁটে খাবে বলে
বেরিয়ে আসছে সারসার।
আবার আমার শহরের বুকে
জমে উঠছে ঘেন্নার কফ
সব রঙ সরিয়ে এখানে ওখানে
আবীরের দাগ ফিকে হয় বারবার।
চেতনার সান্দ্র তরল থেকে
ছেঁকে তুলি মানবিক বোধ
তবু টনটন করে ওঠে জরায়ু
পাপভ্রুণে নিষিক্ত গর্ভ আমার।
আবার মস্তিষ্কের কোষে কোষে
ইচ্ছা-অনিচ্ছার মৃত্যুমিছিল
ডিসট্যান্ট সিগন্যালের লাল
বলে যায়, সময় ফুরোল তোমার।
এখানে ওখানে এখনও পলাশ
উৎসব শেষের এঁটো দাগ
বালকের শরীরের শেষ রঙছাপ
অ্যানড্রয়েডের শুভেচ্ছায় সুস্পষ্ট ভাঁটা
ব্যাকগ্রাউন্ডে বসন্তবাহার!
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..