বসন্তবাহার ও চিরকূট

অন্তরা দাঁ
কবিতা
Bengali
বসন্তবাহার ও চিরকূট

বসন্তযাপন

মোহগ্রস্তের মত সাজিয়েছি দিন
পলাশের রঙে একটি একটি করে
মহুয়াগন্ধী সামিয়ানা মাথার ওপরে।

চন্দ্রকলা ভরে উঠেছে জোছনায়
শরীর উপচে তার তরল যৌবন
আবিষ্ট কুহুতান, বসন্তযাপন।

একমুঠো আবীরের প্রতীক্ষা ছিল
এই বসন্তে, তোমার কাছে
মন জুড়ে আদরের রঙছাপ আছে।

 

চিরকূট

হলুদবসন্ত এবার অ্যানিমিক
হাড়-পাঁজরে দমচাপা ভয়
ফাগুনের প্রায় সবকটা লিমেরিক
পারগেশনে খুঁজছে নিরাময়।

ব্যাকগ্রাউন্ডে বসন্তবাহার

আবার মনখারাপের গর্ত থেকে
অবিরাম পিঁপড়ের সারি
নিরন্ন ক্লিষ্ট জীবন খুঁটে খাবে বলে
বেরিয়ে আসছে সারসার।

আবার আমার শহরের বুকে
জমে উঠছে ঘেন্নার কফ
সব রঙ সরিয়ে এখানে ওখানে
আবীরের দাগ ফিকে হয় বারবার।

চেতনার সান্দ্র তরল থেকে
ছেঁকে তুলি মানবিক বোধ
তবু টনটন করে ওঠে জরায়ু
পাপভ্রুণে নিষিক্ত গর্ভ আমার।

আবার মস্তিষ্কের কোষে কোষে
ইচ্ছা-অনিচ্ছার মৃত্যুমিছিল
ডিসট্যান্ট সিগন্যালের লাল
বলে যায়, সময় ফুরোল তোমার।

এখানে ওখানে এখনও পলাশ
উৎসব শেষের এঁটো দাগ
বালকের শরীরের শেষ রঙছাপ
অ্যানড্রয়েডের শুভেচ্ছায় সুস্পষ্ট ভাঁটা
ব্যাকগ্রাউন্ডে বসন্তবাহার!

 

 

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..