দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
শরতের পর পেরিযে যায় দীর্ঘ সময়
হেমন্ত,শীতও বৃষ্টিহীন শুস্কময়,
বেশ কয়েকটা মাস ধুলোমাখা গাঁয়
চাতকসম বৃক্ষরাও থাকে একটু বৃষ্টির অপেক্ষায়,
মাঝ বসন্তের কোন একদিন হঠাৎ_
এক পশলা বৃষ্টিতে কমে ধুলাবালির উৎপাত।
বহুদিন পরে হঠাৎ বৃষ্টি সিক্ত পরিবেশ
লাগে বড়ো মনোরম চাকচিক্ক বিশেষ,
তোমার প্রীয়তমার ভেজা চুলে যেমন মনমাতানো ঘ্রাণ
ভিজে মাটির গন্ধে আমারো প্রাণ তেমনি করে আনচান।
হঠাৎ বৃষ্টিভেজা মাটি যেন উঠে ফুলে ফুলে
কোলবালিশের মতোই অনেকটা তুলতুলে,
প্রায় হাজারটা প্রহর পেরিয়ে হঠাৎ স্নাত ধরা
হয়ে ওঠে আরো বহুগুন উজ্বলতরা।
যেদিকে তাকাই সব যেন লাগে চকচকে
গাছগাছালিও মাজাঘষা একেবারে ঝকঝকে,
অনেক টুকরো টুকরো মেঘ নীল আকাশে ঘুড়ে বেড়ায়
শনশন বাযুতে নবজাত পাতারা আনন্দে গাঁ নাড়ায়।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..