বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
শরতের পর পেরিযে যায় দীর্ঘ সময়
হেমন্ত,শীতও বৃষ্টিহীন শুস্কময়,
বেশ কয়েকটা মাস ধুলোমাখা গাঁয়
চাতকসম বৃক্ষরাও থাকে একটু বৃষ্টির অপেক্ষায়,
মাঝ বসন্তের কোন একদিন হঠাৎ_
এক পশলা বৃষ্টিতে কমে ধুলাবালির উৎপাত।
বহুদিন পরে হঠাৎ বৃষ্টি সিক্ত পরিবেশ
লাগে বড়ো মনোরম চাকচিক্ক বিশেষ,
তোমার প্রীয়তমার ভেজা চুলে যেমন মনমাতানো ঘ্রাণ
ভিজে মাটির গন্ধে আমারো প্রাণ তেমনি করে আনচান।
হঠাৎ বৃষ্টিভেজা মাটি যেন উঠে ফুলে ফুলে
কোলবালিশের মতোই অনেকটা তুলতুলে,
প্রায় হাজারটা প্রহর পেরিয়ে হঠাৎ স্নাত ধরা
হয়ে ওঠে আরো বহুগুন উজ্বলতরা।
যেদিকে তাকাই সব যেন লাগে চকচকে
গাছগাছালিও মাজাঘষা একেবারে ঝকঝকে,
অনেক টুকরো টুকরো মেঘ নীল আকাশে ঘুড়ে বেড়ায়
শনশন বাযুতে নবজাত পাতারা আনন্দে গাঁ নাড়ায়।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..