বস্তুবাদ

কাকন রেজা
কবিতা
Bengali
বস্তুবাদ

দুই লাইনের কাব্য

অপেক্ষা

দাঁড়াও। স্থির, সেই থেকে শেকড়, বটের মূল
অপেক্ষা এখনো হয়নি শেষ, ভুলের মাশুল।

ক্রুশকাঠ

ক্রুশকাঠে গেঁথে থাকে কষ্ট, সুখ হলো গাথা
পেরেকের হাত ধরে থাকে ঝুঁকে যাওয়া মাথা

বোকা

তার হাতে তিনটে রানি, আমার হাতে জোকার
তুমি হাসো রাজ্য জয়ে, আমার হাসি বোকার

জুয়া

ভোজবাজি, হাত সাফাই, বিকেলের পার্ক, তাস
দেখি, হরতন কাঁপে, হারা দানে, শূন্য চারপাশ

তিন লাইনের কাব্য

ছুঁয়ে দেখি সে
না সে নয় সে নয়
কাটে না ভয়
দুই
শীতেরা ঘোর
আলো তোমাকে ডাকি
কুয়াশা ভোর
তিন
বিচ্ছেদ ডাকে
দারুণ ভালোবাসে
ঝড়ো বৈশাখে
চার
তুমি কি আছো
নেই বসন্ত দিনে
ও অন্তরীণে
পাঁচ
কপাট বদ্ধ
খিড়কিরা খোলা আছে
পালাবে পাছে
ছয়
যাবে কোথায়
রাস্তার শেষে ঘর
না অতঃপর
সাত
তোমাকে বলি
ছুঁয়েছি পায়ে পথ
মনে শপথ
আট
গ্রীষ্মের ভুল
বর্ষারা বয়ে যায়
শীতে কবুল
নয়
শয্যারা জানে
তোমাদের হাঁসফাঁস
আগুনে হাঁস
দশ
আগুনে পুড়ে
গ্রীষ্মের সব প্রেম
কী হারালেম

বস্তুবাদ

কিঞ্চিত সময় জমা রাখো
যেমন তোমার
ব্রা’র মধ্যে জমা থাকে স্তনযুগল,
তেমনি গোপন কিছুটা সময়
তোলা থাক।
জানি উপমাটা কিছুটা অশ্লীল
বুকের গহনে থাকা
হৃদপিন্ডের মতন-
এমনটা হলেই হতো
সুষম কাব্যিক।
আমি নিরুপায়
রমণীদের হৃদয় কোথায়
জানে না ঈশ্বর খোদ
আমি তো কোন ছার;
সেদিক ভেবে স্তনযুগল
বেশ দৃশ্যমান
উপমাটা অতএব ব্রা বন্দীই থাক।

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..