বাংলা 

বদরুদ্দোজা শেখু
ধারামুক্ত কবিতা
Bengali
বাংলা 

( কোরাস )

বাংলা আমার গর্ব আমার বাংলা আমার ভাবের দেশ
বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণের রেশ।
মাতৃভাষা বাংলা আমার , বাংলা আমার প্রাণের রেশ ।।

বরাক কাছাড় গুমলা শিলেট
সিয়েরা লিওন কি বার্মা বিলেত
যেখানেই যাও বাংলাকে পাও, বাংলা এখন দেশ বিদেশ,
বাংলা আমার স্বপরিচয়, বাংলা অলংকার বিশেষ ।
বাংলা আমার স্বপরিচয়, আমার অলংকার বিশেষ ।।

লাঠি-বুলেটের দর্প গুঁড়িয়ে
আমরা এনেছি সূর্য রাঙিয়ে,
একুশে ফেব্রু.- উনিশে মে কী, আমরা রাখি তার উদ্দেশ,
শহীদ আমি এ ভাষার জন্য, বাংলা অহংকার বিশেষ ।
শহীদ আমি এ ভাষার জন্য, আমার অহংকার বিশেষ ।।

বাংলা আমার গর্ব আমার বাংলা আমার ভাবের দেশ,
বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণের রেশ ।
মাতৃভাষা বাংলা আমার , বাংলা আমার প্রাণের রেশ

বদরুদ্দোজা শেখু। কবি। জন্ম ১৯৫৫ সালের ফেব্রুয়ারি মাসে, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে। অভাব অনটনের মধ্যে তাঁর বেড়ে উঠা। প্রথাগত শিক্ষায় স্নাতকোত্তর। পেশায় অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, নেশায় কবিতা লেখালিখি। প্রকাশিত কাব্যগ্রন্থ: অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন, শব্দ ভেঙে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ