বাজেয়াপ্ত শহর

কাকন রেজা
কবিতা
Bengali
বাজেয়াপ্ত শহর

বিজ্ঞাপন ৪

তার চোখের দৈর্ঘ্য বুঝিনি কোনোদিন
মাসকারার বিজ্ঞাপনে
এঁকেছে পটে ঈশ্বরী কাজলের রঙে চোখ

হোর্ডিং দেখায় অনাবৃত নাভিমূল
কতজন কতটা আকুল
জানেনি সে

জানি তো, মাটির ঢিপির মতন বুক
কখনো হইনি উৎসুক
তার
ব্রা’র বিজ্ঞাপনে

চুলও বিক্রি হয় সাথে মুখের আদল
চোখও বিক্রি হয়, অবিক্রিত দুচোখের জল
আমি কিনি গোপনে জমাট নুন
এবং আগুন

সবার আগে বিক্রি হয় যা, হোর্ডিং বলেনি তা
লজ্জার কোনো বিজ্ঞাপন হয় না, না তো শয্যার
রাতের ক্রিম বেচে যারা, জানে তো তারা
গোপন দাম শয্যার এবং লজ্জার

বাজেয়াপ্ত শহর

বাজেয়াপ্ত শহরের জব্দ তালিকায় তুমি নেই
ভালো লাগছে তা ভাবতেই…
শুধু আমি আছি
জব্দ তালিকায় নিস্তব্ধ হবার কাছাকাছি।

পরিত্যক্ত বাসস্টপ, যেখানে দাঁড়ায় না কোনো বাস
সেখানে দাঁড়িয়ে থাকা আমার অভ্যাস…
যদি কোনো বাস এসে যায়
হারাতে পারি পুনর্বার তোমায়।

ছোট গল্পের মতন, শেষ হয়েও যা হয় না শেষ
থেকে যায় স্মৃতি এবং ফেরানোর উন্মেষ…
বাজেয়াপ্ত শহর, জানে জব্দ সময়ের শপথ
তোমার সাথে তালিকার নেই কোনো দ্বৈরথ।

বন এবং মন

বন পুড়ে যায়, সাথে পোড়ে মন
মিমি, ছিলো কি কথা, জ্বলবো একসাথে আজীবন

পুড়ে যায় বন, সাথে মন পোড়ে
মিমি, ছিলো কি কথা, হারাবো দুজনেই অগোচরে

যায় বন পুড়ে, পোড়ে মন সাথে
মিমি, ছিলো কি কথা, পদব্রজে পথ চলা একসাথে

বন পোড়ে, সাথে পুড়ে যায় মন
মিমি, দুজনে আজ ঘুড়ি, ভিন্ন আকাশ আলাদা জীবন

 

 

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..