প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বিজ্ঞাপন ৪
তার চোখের দৈর্ঘ্য বুঝিনি কোনোদিন
মাসকারার বিজ্ঞাপনে
এঁকেছে পটে ঈশ্বরী কাজলের রঙে চোখ
২
হোর্ডিং দেখায় অনাবৃত নাভিমূল
কতজন কতটা আকুল
জানেনি সে
৩
জানি তো, মাটির ঢিপির মতন বুক
কখনো হইনি উৎসুক
তার
ব্রা’র বিজ্ঞাপনে
৪
চুলও বিক্রি হয় সাথে মুখের আদল
চোখও বিক্রি হয়, অবিক্রিত দুচোখের জল
আমি কিনি গোপনে জমাট নুন
এবং আগুন
৫
সবার আগে বিক্রি হয় যা, হোর্ডিং বলেনি তা
লজ্জার কোনো বিজ্ঞাপন হয় না, না তো শয্যার
রাতের ক্রিম বেচে যারা, জানে তো তারা
গোপন দাম শয্যার এবং লজ্জার
বাজেয়াপ্ত শহর
বাজেয়াপ্ত শহরের জব্দ তালিকায় তুমি নেই
ভালো লাগছে তা ভাবতেই…
শুধু আমি আছি
জব্দ তালিকায় নিস্তব্ধ হবার কাছাকাছি।
পরিত্যক্ত বাসস্টপ, যেখানে দাঁড়ায় না কোনো বাস
সেখানে দাঁড়িয়ে থাকা আমার অভ্যাস…
যদি কোনো বাস এসে যায়
হারাতে পারি পুনর্বার তোমায়।
ছোট গল্পের মতন, শেষ হয়েও যা হয় না শেষ
থেকে যায় স্মৃতি এবং ফেরানোর উন্মেষ…
বাজেয়াপ্ত শহর, জানে জব্দ সময়ের শপথ
তোমার সাথে তালিকার নেই কোনো দ্বৈরথ।
বন এবং মন
বন পুড়ে যায়, সাথে পোড়ে মন
মিমি, ছিলো কি কথা, জ্বলবো একসাথে আজীবন
পুড়ে যায় বন, সাথে মন পোড়ে
মিমি, ছিলো কি কথা, হারাবো দুজনেই অগোচরে
যায় বন পুড়ে, পোড়ে মন সাথে
মিমি, ছিলো কি কথা, পদব্রজে পথ চলা একসাথে
বন পোড়ে, সাথে পুড়ে যায় মন
মিমি, দুজনে আজ ঘুড়ি, ভিন্ন আকাশ আলাদা জীবন
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..