বান্ধবীর ডান গালে রোদ

সুবীর সরকার
কবিতা
Bengali
বান্ধবীর ডান গালে রোদ

মাঘবারান্দা

হাডুডু খেলার মাঠে খুব গল্প জমে উঠলে
রুমালে কপালের ঘাম মুছি আমরা
ঘাম তো ঘুমেরই মত প্রিয় হয়ে উঠছে
আজকাল
মৃতদের খোলা চোখের সামনে বাজনা বাজে
বন্দুক ফেলে আসি মাঘবারান্দায়।
আর তামাকচাষীদের হাতে হাতে
চকলেট

 

আয়না

প্রকল্প শহরের পাশে টুক করে একটা হাট রেখে
আসি
নখ খসে পড়া বেড়াল মুখ দেখছে ভাঙা
আয়নায়
জীবনের একটা আদর থাকে।
অনেক রোদের ভেতর শুয়ে থাকে
টিকটিকি।
আর কাঠের বেহালা।
আর আঙ্গুলে বৃষ্টি মাখতে থাকো
তুমি।

বান্ধবীর ডান গালে রোদ

চোখে চোখ রেখে কথা বলতে শিখুন
শান্তি প্রস্তাব উড়িয়ে দিন
গাছের ডাল থেকে পাখিদেরও উড়িয়ে
দিন
বান্ধবীর ডান গালে রোদ।
আপাতত গাঙে গান ভাসাই।

মিছিল

বাস্তুসাপ ঘুরে ঘুরে জল খায়।
আমরা ছড়াতে থাকি বিন্নি ধানের
খই।
রোদের প্রহারে মাটি ফেটে গেলে
একটা মিছিলকে এগিয়ে আসতে
দেখি
এই জোড়া মহিষের দেশে পাপের চিহ্ন
থাকে না
মিছিল চলে যায় ভারতবর্ষের অনেক
ভেতরে।

 

সন্দেহ

আঙুল কেটে যেতে পারে এই ভয়ে নখ কাটা হয়
না কতকাল!
তোমাকে সন্দেহ করি।
মৃদু লন্ঠন জ্বলে আমাদের দেশ দুনিয়ায়।
না পড়া বই আসলে সদ্য রং করা সেতুর
রেলিং
বেড়ালের চোখে ছায়া ফেলে সর্বনাশ।
রক্তপাত থামে না আর সন্দেহ ঘিরে ধরে
হাঁচি ও কাশির মত

সুবীর সরকার। কবি ও গদ্যকার। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কোচবিহার। তিনি মূলত নয়ের দশকে লিখতে আসা স্বতন্ত্র উচ্চারণের কবি ও গদ্যকার। এ পর্যন্ত তাঁর লেখা প্রায় ৩০টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বই: কবিতার বই: 'যাপনচিত্র' (১৯৯৬), 'সাদা ঘোড়া ও লোকপুরণের...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..