বাবলী হকের কবিতা

বাবলী হক
কবিতা
বাবলী হকের কবিতা

নদীর এসএমএস

বুকে ধরে শীতলক্ষ্যা কাঁদে
প্রার্থনা, মর্গে অন্তত বৃষ্টি নামে।
সাধ ছিল ফুটপাতে শুয়ে কোজাগরী চাঁদ দেখবে
বুকে নেবে- চুমু খাবে-একটা দুইটা শালিক
দেখে তামাশায় দিন কাটাবে।
শহরের ইটগুলোও পর্যন্ত সংকুচিত
কিছুতেই গ্রাহ্যতা নেই
জল মাটি বালি একাকার
বুকের ভিতর পাতানো সংসার
তবু যদি পাপ ও পন্থা লুকায়
লোডশেডিং চলুক, চলতে থাকুক রাতদিন।
নদীর পাড় ছুঁয়ে যে নারী ছোটে
ছড়ানো সংসার আঁচলে বেধে
তাকে গুম করে রাখবে কোথায়?

সদ্যপ্রয়াত প্রশ্রয়

রন্ধ্রে রন্ধ্রে যার বসবাস
আঙুল ছোঁয়ানো শব্দেই হয়
পিয়ানোর টুংটাং।
বিছানায় ল্যাপটপ
হ্যাঙার ঝোলানো
আড়ঙের পাঞ্জাবি।
রাত জাগা ভোর দেখা
কোরিয়ান রেস্তরাঁর ঝাল
ল্যাম্পপোস্ট সাক্ষী রেখে
এত গুছাও পাণ্ডুলিপি
আর একটু যত্ন নিলে
গোধূলির আকাশ তোমার হত।

বাবলী হক। কবি ও লেখক। সত্তর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করেন। শৈশব ও কৈশোর কেটেছে পুরোনো শহরে। সেই স্মৃতির পটভূমিতে লেখা প্রথম উপন্যাস 'আম্বিয়াদাদি ও তার বিড়ালেরা'। মুলত গদ্য লেখেন তবে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..