প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বুকে ধরে শীতলক্ষ্যা কাঁদে
প্রার্থনা, মর্গে অন্তত বৃষ্টি নামে।
সাধ ছিল ফুটপাতে শুয়ে কোজাগরী চাঁদ দেখবে
বুকে নেবে- চুমু খাবে-একটা দুইটা শালিক
দেখে তামাশায় দিন কাটাবে।
শহরের ইটগুলোও পর্যন্ত সংকুচিত
কিছুতেই গ্রাহ্যতা নেই
জল মাটি বালি একাকার
বুকের ভিতর পাতানো সংসার
তবু যদি পাপ ও পন্থা লুকায়
লোডশেডিং চলুক, চলতে থাকুক রাতদিন।
নদীর পাড় ছুঁয়ে যে নারী ছোটে
ছড়ানো সংসার আঁচলে বেধে
তাকে গুম করে রাখবে কোথায়?
রন্ধ্রে রন্ধ্রে যার বসবাস
আঙুল ছোঁয়ানো শব্দেই হয়
পিয়ানোর টুংটাং।
বিছানায় ল্যাপটপ
হ্যাঙার ঝোলানো
আড়ঙের পাঞ্জাবি।
রাত জাগা ভোর দেখা
কোরিয়ান রেস্তরাঁর ঝাল
ল্যাম্পপোস্ট সাক্ষী রেখে
এত গুছাও পাণ্ডুলিপি
আর একটু যত্ন নিলে
গোধূলির আকাশ তোমার হত।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..