প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বিচ্ছিন্নতার মতন
দ্বান্দ্বিক এ জীবন
শৈশব, কৈশোর পেরুতে পেরুতে
অনিচ্ছার স্রোতে
ক্রমাগত ডুবে যায়
চোরাবালির মতন
যেন বা চোখের কাঁপন
জানায়
বেঁচে থাকাটাও মৃত্যুর মতন
পরিশেষে স্বপ্নের দিকে
কেবল নিয়তিই তাকিয়ে থাকে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..