বিচ্ছিন্নতা এবং মৃত্যু

রোমান জাহান
কবিতা
Bengali
বিচ্ছিন্নতা এবং মৃত্যু

বিচ্ছিন্নতার মতন
দ্বান্দ্বিক এ জীবন
শৈশব, কৈশোর পেরুতে পেরুতে
অনিচ্ছার স্রোতে
ক্রমাগত ডুবে যায়
চোরাবালির মতন
যেন বা চোখের কাঁপন
জানায়
বেঁচে থাকাটাও মৃত্যুর মতন
পরিশেষে স্বপ্নের দিকে
কেবল নিয়তিই তাকিয়ে থাকে

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ