আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অপারগ প্রত্যাশা
প্রতিদিনই এখন
নতুন করে জানি
স্মৃতির নীলে টেরিকাটা মেঘখানি
ক্রমাগত টেনে নিয়ে চলে
ভুলে যাওয়া যুবতীর চোখ-
নৈঃশব্দ্যের ঝড়ে বিষাদে উম্মুখ
অপ্রয়োজনীয়, ফাঁকা-জীবন
যেন শূন্য শস্য-ভারার
জনহীন জোছনা চমৎকার
যুগলের নামতা শোনায়
ইচ্ছেগুলো ঘাড় নিচু করে
হেটে যায়
থুত্থুরে এক অপারগ প্রত্যাশায়
বিচ্ছিন্ন ভুল
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..