বিচ্ছিন্ন ভুল 

রোমান জাহান
কবিতা
Bengali
বিচ্ছিন্ন ভুল 

অপারগ প্রত্যাশা

প্রতিদিনই এখন
নতুন করে জানি
স্মৃতির নীলে টেরিকাটা মেঘখানি
ক্রমাগত টেনে নিয়ে চলে
ভুলে যাওয়া যুবতীর চোখ-
নৈঃশব্দ্যের ঝড়ে বিষাদে উম্মুখ
অপ্রয়োজনীয়, ফাঁকা-জীবন
যেন শূন্য শস্য-ভারার
জনহীন জোছনা চমৎকার
যুগলের নামতা শোনায়
ইচ্ছেগুলো ঘাড় নিচু করে
হেটে যায়
থুত্থুরে এক অপারগ প্রত্যাশায়

 

বিচ্ছিন্ন ভুল 

আমাকে বলতে হবে না
কেন না
আমি নিশ্চিত জানি
তুমি কখনই আমাকে পড়োনি
দুর্বোধ্য বোধে রেখেছো তুলে
মোহময় বয়সের
বিচ্ছিন্ন ভুলে
বর্ষা বহমান পংক্তিমালা
আমি তো এখনও বসে আছি
আষাঢ়ের দরোজায়,
ক্ষোভ আর অভিমানহীন সময়-
রেখেছে নিরুপায়,
তুমিহীন ক্ষরায়, স্মৃতিময় বর্ষায়

 

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ