দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
অপারগ প্রত্যাশা
প্রতিদিনই এখন
নতুন করে জানি
স্মৃতির নীলে টেরিকাটা মেঘখানি
ক্রমাগত টেনে নিয়ে চলে
ভুলে যাওয়া যুবতীর চোখ-
নৈঃশব্দ্যের ঝড়ে বিষাদে উম্মুখ
অপ্রয়োজনীয়, ফাঁকা-জীবন
যেন শূন্য শস্য-ভারার
জনহীন জোছনা চমৎকার
যুগলের নামতা শোনায়
ইচ্ছেগুলো ঘাড় নিচু করে
হেটে যায়
থুত্থুরে এক অপারগ প্রত্যাশায়
বিচ্ছিন্ন ভুল
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..