বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
অপারগ প্রত্যাশা
প্রতিদিনই এখন
নতুন করে জানি
স্মৃতির নীলে টেরিকাটা মেঘখানি
ক্রমাগত টেনে নিয়ে চলে
ভুলে যাওয়া যুবতীর চোখ-
নৈঃশব্দ্যের ঝড়ে বিষাদে উম্মুখ
অপ্রয়োজনীয়, ফাঁকা-জীবন
যেন শূন্য শস্য-ভারার
জনহীন জোছনা চমৎকার
যুগলের নামতা শোনায়
ইচ্ছেগুলো ঘাড় নিচু করে
হেটে যায়
থুত্থুরে এক অপারগ প্রত্যাশায়
বিচ্ছিন্ন ভুল
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..