বিজেতা

সুদীপ ঘোষাল
কবিতা
Bengali
বিজেতা

 

সাফল্য

দুঃখগুলো মাটির ভাঁড়ে জমিয়ে রাখি
কষ্টগুলো একটা একটা করে ঝরে পড়ে শরীরের সৈকতে
ভালবেসে তুলে রাখি তাকে অনিশ্চিত দুপুরে
জমানো কষ্ট আর দুঃখ বেচে তৈরি করি ভাড়াটে সকাল
কিছুদিন পরে হৃদয় ব্যাঙ্ক থেকে ধার নিই দুমুঠো শান্তি
তৈরি হয় প্রেমের জাহাজবাড়ি
রুটি তরকারি খাই ভালবাসা ও কষ্টের সাজানো থালায়

নিরাশার আকাশে জেগে ওঠে ধীরে সোনার ফসল
সাফল্যের চাঁদ হাসে কুটিরে দীর্ঘ অমাবস্যার অবসানে
মাটির ভাঁড়ের সুখ এবার উপচে পড়ে আষাঢ় মাটিতে….

 

সকাল

দুদন্ড আড্ডার বিকেলে
বিফলতাগুলো ছুঁড়ে মারি
চায়ের কাপ থেকে আশার আলোয়
একলব্য সাহসি সূর্য হতে পারে
বেকার বিকেলজুড়ে বাতাসের সুবাস
ছেঁড়া স্মৃতির বিরহজুড়ে স্নাতক প্রেমিক
প্রহর গোণে কবি সুনীলের নীরা
হয়ত এখনও প্রতিক্ষায় কবিতা লেখে
কথামালা জমিয়ে রাখে কালের গর্ভে
আমিও সখি ছুঁড়ে মারি আহত বাতাস
মুক্তসকালের অপেক্ষায়, কত সবুজমনের ভিড়

 

চন্দ্রাবলীর সংসার

আমাদের জ্যোৎস্না রাতের ঘর
দুজনে দুজনের দেহে আলো মাখাই
মন জুড়ে ক্যাপসিক্যামের আদর
আলুপোস্ত আর মুগের ডালে রসনা তৃপ্ত
ঝাল লাগলে জলের স্নেহ মাখি…
ওপাড়ে যে কুটীর দেখা যায় গোলাপ ঘেরা
তার পাশ দিয়ে বয়ে চলে ঈশানি নদী
দুপুরে শ্রমিকের ঘাম ধুয়ে দেয় উদার কুলুকুলু স্রোত
ওটাই আমাদের শীতল আশ্রয়ের আদর
আমি মাঠে কাজ করে ফিরি যখন
ঈশানীর হাওয়ায় দোলে প্রতিক্ষারত চাঁদমুখ
খুশির হাওয়ায় জেগে ওঠে রাঙা সূর্যের রোদ

চন্দ্রাবলীর পরিশ্রমের ঘাম চেটেপুটে খাই
খিদের পাতে…

 

বিজেতা

স্বপ্নের ভেতর ঘুমিয়ে আছে ঈগল স্নান
ওকে বাঁচিয়ে রেখো, চেতনার সবুজ রঙে
গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক সমস্যার মধ্যে স্বপ্ন কেমন ম্লান পরি । ঠিক ঘর
গড়া অরণ্য সন্ন্যাসীর উড়ু উড়ু মন, ছেঁড়া ছেঁড়া জীবনে গেরুয়া ধন
উড়তে দিও দেবতা শরীর, দ্বিপদ গমণ
জানা হয় নাই গির্জা, দেউল কিংবা নির্জন প্রেম
তাই ফিরে ফিরে যাচে লোভ, জ্যোৎস্না জীবন।


দুঃখের ভিতর আর একটা দুঃখ
ভুলে যাও আপন আপণ
বিতরিত হৃদয় দোলায়
তৃপ্ত হোক বুভুক্ষু মালা
এক লহমায় জীবন্ত, আস্ত জীবন এক
কোন এক সমাজ সেবায় ধন্য
প্রেমিক মানুষের কাছে চলে কাব্য ধর্মকথা
তাই বসন্ত রাত হয়ে ওঠে, প্রেম ডটকম।

ভেতরে পোষ্য এক পাখি
কথা বলে স্বপ্ন দেখায়
হতে পারে অসীম আকাশ
সমাজের কোণে কোণে ফাগুন
একটা কথা বলে যায় বোষ্টম সুরে
অযথা আমার আমি হেরে যায়
পদ্মপাতার টলমলে জীবন যৌবন
না থেমে সবুজ জীবন
গেয়ে যায় ধিন তাক বরষার মন।

 

..

সুদীপ ঘোষাল। গল্পকার। জন্ম ভারতের পশ্চিমব্ঙ্গরাজ্যের কেতুগ্রামের পুরুলিয়া গ্রামে। প্রকাশিত বই: 'মিলনের পথে' (উপন্যাস)। এছাড়াও কয়েকটি গল্প ও কবিতার বই আছে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..