প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
উলোট পূরাণ
তোমার শহরে প্রেমের ঘট, প্রেমিকার জট
এত এত প্রেম, প্রেমিকার চোখ, ঠোঁট, বুকের তিল, খয়েরি বোঁটার স্তন, শঙ্খ নাভি, একটু একটু করে কালো দ্রাক্ষালতা ছুঁয়ে নেমে আসা গুহার অতলের কামগন্ধে তোমার নাসারন্ধ এখন উতলা আর ব্যস্ত।
তোমার শহর এখন লালা আর বীর্যে মাখামাখি এঁদো এক গলি।
অথচ,
তোমার শহর এখন আমিও ছাড়া।
বিজ্ঞাপন
আমার একজন প্রেমিক চাই,
প্রেমিক !
যে প্রেমিক রোজ তার অফিস ছুটির পর আমার অফিসের সামনে দাঁড়িয়ে আমারই পথের দিকে তাকিয়ে চোখের জ্বর বাধিয়ে
কাছে পেয়েই সে জ্বরের উত্তাপে আমাকেও পোড়াবে।
যে প্রেমিক আমার গাড়ির ড্রাইভার হবে না বরং আমার স্টিয়ারিং ধরা বাম হাতটার উপর তার ডান হাত ছুঁয়ে থাকবে।
যে প্রেমিক আমার চুলে নাক ডুবিয়ে CK IN2U অথবা VICTORIA’S SECRET BOMBSHELL এর গন্ধ পেয়ে মাতাল হয়ে হারাবে আমার চুলের অরণ্যে।
অতঃপর প্রেমিকের সিগারেটে পোড়া কামুক ঠোঁট পৌঁছে যাবে আমার কানের লতি ছুঁয়ে ঘাড়ে।
যে প্রেমিক তার সব বসন্ত ছুঁড়ে দেবে আমার পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে।
আমার জীর্ণ মনের ক্ষুধা খুঁজে প্রশান্তির নাবিক হয়ে এ্যালবাট্রসের ছায়া হয়ে শেষ রাতের শীৎকার হয়ে ঠোঁটের শিশিরে ভেজাবে আমার শঙ্খ নাভি।
আমার সেরকমই একজন প্রেমিক চাই।
তোমাকে ছুঁতে চাওয়ার মুহূর্তরা
ব্ল্যাক টয়োটা এক্সিওর স্টিয়ারিং ধরা শক্ত হাত দুটো কখনও কখনও আলগা হয়ে যায় অকারণেই।
সামনে এগোনোর ইচ্ছেই সতর্ক চোখের দৃষ্টিও এলোমেলো খোঁজে কি যেন অহেতুক ঘোরের ধোঁয়াটে প্রগাঢ়তা।
অথচ, মগজ তখন থিতু হয় ব্যাক গিয়ারে। আহা!
অসময়ের বৃষ্টির মতো যদি অসময়ের আলিঙ্গনে মগ্ন থাকা যেত!
তবে পাশ থেকে অশরীরী নয় বরং শরীরী তুমি আলগা হওয়া হাতে আলতো ছুঁয়ে বলতেই পারতে, সাবধানে… আছি তো কাছেই। তথাপি, আমারও একলা ছোটার বাহানা ছুটত ভিজে চুমুর আস্ফালনে তোমার ছুঁতে চাওয়ার মুহূর্তে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..