বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
বিলোড়ন
প্রিয় সময়ের আঙুলে
ক্লান্তির মতো ছায়ায়
ব্ল্যাকহোলের মায়ায়
সাদায় অপরাজিতায় , অবুঝ দেয়ালে
খোঁয়াড় খোলা দরজায়, ক্লীব হাতছানিতে
পথসঙ্গীতের শ্লোগান ধরে ধরে
চলে গেছে ব্রহ্মাণ্ডের কারাগারে;
যেন কেউ অপেক্ষায় থাকেনি
শহরনামায় এমন করে–
অদৃশ্য যত মায়া কাটায়
ঈশ্বরের অনন্ত বাগানে;
মায়ার এমন মায়া ছেড়ে যায়
দুর্লভ কোন পথচারী এক ।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..