প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বিলোড়ন
প্রিয় সময়ের আঙুলে
ক্লান্তির মতো ছায়ায়
ব্ল্যাকহোলের মায়ায়
সাদায় অপরাজিতায় , অবুঝ দেয়ালে
খোঁয়াড় খোলা দরজায়, ক্লীব হাতছানিতে
পথসঙ্গীতের শ্লোগান ধরে ধরে
চলে গেছে ব্রহ্মাণ্ডের কারাগারে;
যেন কেউ অপেক্ষায় থাকেনি
শহরনামায় এমন করে–
অদৃশ্য যত মায়া কাটায়
ঈশ্বরের অনন্ত বাগানে;
মায়ার এমন মায়া ছেড়ে যায়
দুর্লভ কোন পথচারী এক ।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..