যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
তুমি আছ
এই বিশ্বাসই বাঁচিয়ে রাখে আমাকে,
রক্ষা করে আমাকে কঠিন রুক্ষ মরুভূমিতে,
চারিদিক যেখানে পিচ্ছিল কর্দমাক্ত সেখানেও-
তোমার উঁষ্ণ নিঃশ্বাসের ঊষ্ণতাই
রক্ষা করে আমাকে
চরম শৈত্যের মাঝে,
কিংবা ক্রুর শীতল বিষাক্ত দৃষ্টির অভিশাপ থেকে-
তোমার ভালবাসার বিশ্বাসের আবরণই
রক্ষা করে আমাকে
গভীর সমুদ্রের অন্ধকার গহ্বরে,
কিংবা আগ্নেয়গিরির
দুরন্ত আগুনের মধ্যেও-
শুধু তুমি আছ, এই বিশ্বাসই—
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..