বিশ্বাস

মলয় সরকার
কবিতা
Bengali
বিশ্বাস

তুমি আছ

এই বিশ্বাসই বাঁচিয়ে রাখে আমাকে,

রক্ষা করে আমাকে কঠিন রুক্ষ মরুভূমিতে,

চারিদিক যেখানে পিচ্ছিল কর্দমাক্ত সেখানেও-

তোমার উঁষ্ণ নিঃশ্বাসের ঊষ্ণতাই

রক্ষা করে আমাকে

চরম শৈত্যের মাঝে,

কিংবা ক্রুর শীতল বিষাক্ত দৃষ্টির অভিশাপ থেকে-

তোমার ভালবাসার বিশ্বাসের আবরণই

রক্ষা করে আমাকে

গভীর সমুদ্রের অন্ধকার গহ্বরে,

কিংবা আগ্নেয়গিরির

দুরন্ত আগুনের মধ্যেও-

শুধু তুমি আছ, এই বিশ্বাসই—

 

মলয় সরকার। লেখক ও পরিব্রাজক।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..