বিষাদের রূপ

কাকন রেজা
কবিতা
Bengali
বিষাদের রূপ

প্রেমিক না বিপ্লবী

কবিতা নয়, এখন স্লোগানের কাল
ছন্দ ও মাত্রার চাল
হোক বজ্রের ভাষায়,
প্রেমিক হয়েছে বিপ্লবী আজ আজাদির আশায়।

তুমি কি প্রেমিকা, না সঙ্গী রাজপথের
নাকি হতে চাও উর্বশী স্বর্গরথের,
মেহেদি নাকি রক্তের রঙ ভেবে নাও
প্রেমিক বিপরীতে বিপ্লবী, কাকে তুমি চাও।

 

বিষাদের রূপ

তুমি দেখাবে কি আর বিষাদের রূপ
অপরূপ আঁধার দেখেছি আমি
কবরের মতন নিশ্চুপ।

বিরহ বিষাদ নিয়ে খেলা আর কত
ছুঁয়েছি যাতনার কফিন একা
আমিই তো বিষাদ, নই বিষাদের মত।

 

পথের ডাকে

আছেন কি কেউ, ভেতর বাহির
ভীষণ আঁধার, আলোর মশাল
ক্ষোভের মিছিল, আছেন কি কেউ?

পদব্রজে ভাঙছি ভীষণ পথের রেখা

বলুন এবার কিসের বাধা, আটকালো
কে, যাত্রাপথে নাস্তি হতে দাঁড়ান যিনি
এড়িয়ে আসুন, নইলে পরে মাড়িয়ে আসুন

কঠিন পথের সঙ্গী হতে পাথর সমান-

 

 

তৈরি থাকার গল্প

আবার যখন দেখা হবে
তখন তুমি তৈরি থেকো ভীষণ ক্ষোভে।

বৈরিতা আর যুদ্ধ জয়ের স্বপ্ন বুকে
নিজের মতন তৈরি থেকো,
রক্ত ঘামের বাতাস শুকে
খুব গহীনে শপথ রেখো

আবার কখন দেখা হলে
যুদ্ধ জয়ের গল্প বলো কথার ছলে।

ভুল

খুব ভুল হয়ে গেছে, খুব ভুল
ধুতুরার ফুল,
ফুটিয়েছি জল সারে
মিছে অভিসারে!

ভুল হয়ে গেছে, খুব বড় ভুল
নিশ্চিত বিলকুল,
রাজপাট দিয়েছি যারে
বধিছে সেই আমারে!

হয়ে গেছে খুব বড় এক ভুল
গুনবে কে মাশুল
অবশেষে…

 

মনে রেখো তুমি

জোর করে জিতে নেবে, বাড়ির দখল
নয় কোনো, নয় রাজ্যপাট কারো
দিগন্ত বিস্তৃত এ সবুজ মাঠ, নীল নদী
সব মানুষের, পিতৃ প্রদত্ত সম্পত্তি

ভেবে থাকো যদি, তবে ভুল
নিশ্চিত এ ভুলের দিতে হবে মাশুল।

সবুজের দল এবং নদীদের জল
আমার আঙিনা ছুঁয়ে গেছে তার বাড়ি
তার পা পড়েছে ঘাসে, আঙুল ছুঁয়েছে
নীল, আহা অপরূপ সে দৃশ্যের ছবি

এর বাইরে নেই কিছু, এক চুল
করলে এদিক সেদিক মাশুল মাশুল।

মনে রেখো তুমি…

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..