বিস্মৃতি

রোমান জাহান
কবিতা
Bengali
বিস্মৃতি
ভলোলাগাগুলো 
আমার ভালোলাগাগুলো
মায়ের শাড়ীর মত
এলোমেলো উড়ে
স্মৃতির উঠানে
আমি বুঝে ফেলি
আনন্দগুলো ছড়িয়ে থাকে
কৈশোরের অভিমানে
বিস্মৃতি
বৃষ্টির টলমল জল
ভুলে গ্যাছে ভালোলাগার সীমা
বর্ষার বিশ্বাসে হারিয়ে ফেলেছি
স্মৃতিলালিত ক্ষমা
অমীমাংসিত
ফিরে না জেনেও বসে থাকে
ধূলোয় ঢাকা মেঘের ঝাঁকে
মনে পড়ার রাতদুপুর
বৈষ্ণব সুরে ডাকে
সময়ের মর্মর সুর
আশ্চর্য রিক্ততায়
টেনে ধরে আজীবন
নীলমুখ প্রতীক্ষায়-
আত্মচারণার বারান্দায়
সেখানে কোন ছায়া নেই
ভেজা ভেজা মেঘের মতন
কৈশোরের সমস্তক্ষণ
সময় ও সীমা আছে বলে
একাকী দৌড়ায়
জীবনের ঘন্টারোলে
বিস্ময় বা অভিভূত দৃষ্টির সেই
মৃত্যু-ছোঁয়া নির্লিপ্ত
রহস্যোপন্যাসের মত আদিগন্ত
সমাপ্তিহীন চমকায়
ভালোবাসার অমীমাংসিত সত্তায়

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..